ঢাকা, ১২ মার্চ - এর চেয়ে ভালো অভিষেক আর কি হতে পারতো? মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাবকে ৫-১ গোলে হারিয়ে এএফসির টুর্নামেন্ট এএফসি কাপে অভিষেক হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদ বসুন্ধরা কিংসের। আগের দিন দলটির স্প্যানিস কোচ অস্কার ব্রুজোন বলেছিলেন- অভিষেক ম্যাচটি জয়ে রাঙাতে চান তারা। কোচের সেই প্রত্যাশা পূরণ হয়েছে। গত মৌসুমে দুটি এবং এবারের ফেডারেশন কাপের ট্রফি জিততে বড় ভূমিকা ছিল রাশিয়া বিশ্বকাপ খেলা কোস্টারিকান ড্যানিয়েল কলিন্দ্রেসের। তুখোর এ প্লে-মেকারের সঙ্গে যোগ হয়েছেন আর্জেন্টিনা জাতীয় দলে খেলা হার্নান বার্কোস। দুই সুপর স্টারের যুগলবন্দীতে জয়েই রাঙালো বসুন্ধরা কিংসের এএফসি কাপ অভিষেক। ৫ গোলের চারটিই করেছেন আর্জেন্টাইন ফুটবলার হার্নান বার্কোস। কি অসাধারণ অভিষেক মেসির সাবেক এই সতীর্থের! প্রথমার্ধে ২ গোল, দ্বিতীয়ার্ধে আরো দুই গোল করেন বার্কোস। অন্য গোলটি করেছেন কলিন্দ্রেস। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১২ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2TGli94
March 12, 2020 at 03:11AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top