করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের সাবেক সভাপতি লরেঞ্জো স্যাঞ্জ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। শনিবার (২১ মার্চ) স্পেনের হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে এক টুইট বার্তায় নিশ্চিত করেছে ছেলে লরেঞ্জো স্যাঞ্জ ডুরান। টুইট বার্তায় তার ছেলে লেখেন, আমার জীবনে দেখা অন্যতম সাহসী ও কঠোর পরিশ্রমী ব্যক্তি তিনি। তার এভাবে চলে যাওয়াটা কাম্য নয়। ১৯৯৫ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি স্প্যানিশ জায়ান্টদের বোর্ড প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। তার আমলে রিয়াল মাদ্রিদ দুইবার চ্যাম্পিয়ন্স লীগ জয়ের গৌরব অর্জন করে। লরেঞ্জো স্যাঞ্জের আমলে এল গ্যালাকটিকোরা দলে ভিড়িয়েছে ব্রাজিলিয়ান স্টার রবার্তো কার্লোস, ক্লারেন্স সিডর্ফ এবং ডেভন সুকের মতো তারকাদের। ২০০০ সালের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে বর্তমান সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের কাছে তিনি পরাজিত হন। উল্লেখ্য, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত বিশ্বব্যাপী ৩ লাখ ৫ হাজার ১১৭ জন আক্রান্ত হয়েছেন। প্রাণহানি হয়েছে ১২ হাজার ৯৮৮ জনের। এ ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ৯৪ হাজার ৬৭৭ জন। এদিকে, এই ভাইরাসে এখন পর্যন্ত স্পেনে ২৫ হাজার ৪৯৬ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১ হাজার ৩৭৮ জনের প্রাণহানি হয়েছে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২২ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2wjAO1T
March 22, 2020 at 05:04AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন