মুম্বাই, ২৩ মার্চ- সারা বিশ্ব যখন করোনা নিয়ে আতঙ্কিত তখনই গুঞ্জন উঠলো, মা হতে যাচ্ছেন বলিউড তারকা বিপাশা বাসু। এর আগে সোনম কাপুরের এ গুঞ্জন উঠে। এরপরই সেই তালিকায় নাম আসে বিপাশার। তবে এখনও বিপাশা এবং তাঁর স্বামী করণ সিংহ গ্রোভারের পক্ষ থেকে কোনও বার্তা আসেনি। মুম্বাই পাপারাজ্জি এর মধ্যে যত বারই বিপাশাকে ক্যামেরাবন্দি করেছে, প্রত্যেক বারই নায়িকাকে ঢিলেঢালা পোশাকে দেখা গিয়েছে। বিপাশা নাকি এখন বাড়িতেই বেশিক্ষণ সময় কাটাচ্ছেন বলে শোনা যায়। ২০১৬ সালে করণ আর বিপাশার বিয়ের পিঁড়িতে বসেন। বিয়ের পরে বিপাশা একটি মাত্র ছবিতে কাজ করেছেন। এর আগেও তাঁর প্রেগনেন্সির খবর শোনা গিয়েছিল। সে সব জল্পনা উড়িয়ে বিপাশা বলেছিলেন, মা হওয়া একটা দারুণ অনুভূতি। যে দিন হব, সকলকে জানিয়ে দেব। আর/০৮:১৪/২৩ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2WzTUve
March 23, 2020 at 12:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top