টোকিও, ২৪ মার্চ- করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যেও টোকিও অলিম্পিক সময়মতো আয়োজন নিয়ে জাপান চেষ্টা চালাতে থাকলে তা এক বছর পর্যন্ত পেছাতে পারে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটি- আইওসির এক সদস্য। অস্ট্রেলিয়া ও কানাডা এরই মধ্যে জানিয়ে দিয়েছে, আসন্ন গ্রীষ্মকালীন অলিম্পিকে দল পাঠাবে না তারা। অলিম্পিকে অন্যতম সফল গ্রেট ব্রিটেনের অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানও জানিয়েছেন, টোকিওতে এবারের গ্রীষ্মকালীন অলিম্পিকে দল নাও পাঠাতে পারেন তারা। এসব খবরের মধ্যেই সোমবার অলিম্পিক পেছানোর জোরালো আভাস দিলেন আইওসির সদস্য ডিক পাউন্ড, আইওসির কাছে যেসব তথ্য তার ওপর ভিত্তি করে টোকিও অলিম্পিক স্থগিতাদেশের সিদ্ধান্ত হয়ে গেছে।...আমি যতটুকু জানি, গেমস ২৪ জুলাই শুরু হচ্ছে না। সূচি অনুযায়ী চলতি বছরের ২৪ জুলাই পর্দা ওঠার কথা টোকিও অলিম্পিকের। শেষ হওয়ার কথা ৯ আগস্ট। সময়মতো বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়ানুষ্ঠান সময় মতো হবে কি-না এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য চার সপ্তাহ সময় নিয়েছে আইওসি। এর আগেই স্থগিতাদেশের সিদ্ধান্ত আসবে বলে জানালেন আইওসির বর্ষীয়ান সদস্য পাউন্ড। এ মাসের শুরুর দিকে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বেশ জোরের সঙ্গে জানিয়েছিলেন যে যথাসময়ে হবে অলিম্পিক। তবে সোমবার পার্লামেন্টে তিনি প্রথমবারের মতো জানান, স্থগিত হতে পারে আসর। শুধু অলিম্পিক নয় মরণঘাতী করোনাভাইরাসের প্রভাব পড়েছে অন্যান্য খেলাধুলায়ও। বিশ্বজুড়ে স্থগিত করে দেওয়া হয়েছে খেলাধুলার সব ইভেন্ট। স্থগিত করে দেওয়া হয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগের ফাইনালও। আর/০৮:১৪/২৪ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2J7R2hh
March 24, 2020 at 11:35AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top