ঢাকা, ০৩ মার্চ - বাংলাদেশ প্রিমিয়ার লিগের শুরুটা ভালো ছিল না শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। প্রথম ম্যাচেই তারা হেরেছিল চট্টগ্রাম আবাহনীর কাছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সেই হারটা আর মনে রাখতে চাইছে না সাবেক চ্যাম্পিয়নরা। টানা দুই জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান উপরের দিকে নিয়ে এসেছে সফিকুল ইসলাম মানিকের দল। আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে শেখ জামাল ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে। প্রথমার্ধে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা শেখ জামাল ধানমন্ডি ক্লাব দ্বিতীয়ার্ধে আরো দুটি গোল দিয়ে জয়টা সহজ করে মাঠ ছাড়ে। তাদের এই সহজ জয়ে অবদান তিন বিদেশি। জোড়া গোল করেছেন আইভরিকোস্টের বাল্লো ফামুসা। বাকি দুটি করেছেন গাম্বিয়ান সলোমন কিং এবং পা ওমর জবে। আরামবাগের গোলটিও করেছেন এক বিদেশি। নাইজেরিয়ান এলেটা কিংসলের গোল তাদের জন্য সান্তনাসূচকই হয়ে থেকেছে। ২২ মিনিটে বাল্লো ফামুসা গোল করে এগিয়ে দেন শেখ জামালকে। ৩৫ মিনিটে গোল করে সমতায় ফেরান আরামবাগের এলেটা কিংসলে। তবে বিরতরি বাঁশির আগেই গোল করে আবার জামালকে এগিয়ে দেন বাল্লো ফামুসা। ৫৯ মিনিটে সলোমন কিং কনফার্ম এবং ৭৫ মিনিটে জবে গোল করে জয়ের ব্যবধান বড় করেন। ৩ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠলো শেখ জামাল। চার ম্যাচে দ্বিতীয় হারে ৪ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আরামবাগ ক্রীড়া সংঘ। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৩ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2wqGZAU
March 03, 2020 at 03:47AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top