সিডনি, ১৪ মার্চ - বড়সড় এক ছক্কা হলো, গ্যালারিতে আছড়ে পড়লো বল। এরপর সেটি খুঁজতে খুঁজতে জীবন শেষ। পাড়ার ক্রিকেটে এমন ঘটনার সাক্ষী কে না হয়েছেন? কিন্তু আন্তর্জাতিক একটা ম্যাচে কি এমনটা কখনও দেখেছেন কেউ? অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডেটি অনেকগুলো বিরল, কখনওবা হাস্যকর ঘটনার জন্ম দিল। যার পেছনে বড় হাত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের। ভাইরাসের প্রাদুর্ভাবে ম্যাচটি ক্লোজ ডোর করার সিদ্ধান্ত হয়। যেখানে দর্শকদের প্রবেশাধিকার ছিল না। কিন্তু ক্রিকেট মাঠে দর্শক যে শুধু নিজের দলকে উৎসাহই দেন না, আরও কিছু কাজও তারা করেন, সেটি হারে হারে টের পেলেন অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। গ্যালারিতে কোনো দর্শক ছিল না। ছিল শুধু চেয়ারগুলো। অস্ট্রেলিয়া ইনিংস চলার সময় একবার দেখা গেল, বল ছক্কা হওয়ার পর সেই গ্যালারির চেয়ার থেকে সেটি কুড়িয়ে আনছেন কিউই ফিল্ডার লুকি ফার্গুসন। নিউজিল্যান্ডের ব্যাটিং ইনিংস চলার সময় তো ঘটলো আরও বিপত্তি। ইনিংসের ২৪তম ওভারের ঘটনা। স্টিভেন স্মিথের বলে জেমস নিশাম বড়সড় এক ছক্কা হাঁকিয়েছিলেন। বল একদম গ্যালারির চেয়ারের মধ্যে গিয়ে পড়ে। Like a needle in a haystack#AUSvNZ pic.twitter.com/T6A29tKaYj cricket.com.au (@cricketcomau) March 13, 2020 সেই বল খুঁজতে খুঁজতে রীতিমত হয়রান অ্যাশটন অ্যাগার। এত এত চেয়ারের মধ্যে অসি ফিল্ডার কিছুতেই বলটি পাচ্ছিলেন না। তার সঙ্গে বল অনুসন্ধানে যোগ দেন রিজার্ভ বেঞ্চের আরেকজন অস্ট্রেলিয়ান খেলোয়াড়। শেষে এ চেয়ার ও চেয়ার খুঁজে সিকিউরিটির একজন বের করেন বলটি। আরও কিছু অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছে সিডনিতে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডেটি। ম্যাচে ধারাভাষ্যকার ছাড়াই টস করতে নামেন দুই অধিনায়ক-অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ আর নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। টস হলো, জিতলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ফিঞ্চ। কিন্তু ব্যাটিং নেবেন না বোলিং, সেই সিদ্ধান্ত কাকে জানাবেন? সামনে চলে এলো স্পাইডারক্যাম, সেটিই নিলো সাক্ষাতকার। ফিঞ্চ জানিয়ে দিলেন, প্রথমে ব্যাটিং করবে তার দল। এখানেই শেষ নয়। টসের আনুষ্ঠানিকতা শেষেও ঘটলো আরেক বিরল ঘটনা। দুই অধিনায়ক করমর্দন করতে যাবেন, হঠাৎ সরিয়ে নিলেন হাত। মনে পড়ে গেল, এখন তো আগের নিয়ম চলবে না! ম্যাচের পর পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনও চললো স্পাইডারক্যামের সাহায্যে। ১০০ মিটার দূর থেকে বিজয়ী অধিনায়ক ফিঞ্চের সঙ্গে কথা বললেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ব্রেন্ডন জুলিয়েন। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৪ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2ILCO5s
March 14, 2020 at 05:36AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের সূচি প্রকাশ
07 Oct 20200টিঢাকা, ০৭ অক্টোবর- শ্রীলংকা সফর না হওয়ায় ঘরোয়া ক্রিকেট শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের মূল ক্...আরও পড়ুন »
বার্তামেউয়ের বিরুদ্ধে অনাস্থা ভোট!
07 Oct 20200টিবার্সেলোনার বোর্ড নির্বাচন আগামী মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা। ওই সময়ই ঠিক হওয়ার কথা জোসেপ মারিও বার্তা...আরও পড়ুন »
বেতন কাটা নিয়ে বার্সার আলোচনা শুরু
07 Oct 20200টিকরোনার কারণে গত মার্চ থেকে কমাস ফুটবল বন্ধ ছিল। এ সময় বড় ক্লাবসহ বিশ্বের অধিকাংশ ক্লাবই ফুটবলারদের ব...আরও পড়ুন »
অস্ট্রেলিয়া-ভারত গোলাপি বলের টেস্ট চূড়ান্ত
07 Oct 20200টিক্যানবেরা, ০৭ অক্টোবর- এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও ভারতের চার টেস্টের সিরিজ দিবারাত্রির ম্যাচ দিয়...আরও পড়ুন »
নারীর প্রতি মনোভাব বদলের ডাক মাশরাফীর
07 Oct 20200টিঢাকা, ৭ অক্টোবর- উদ্বেগজনক হারে বাড়ছে নারীর প্রতি সহিংসতার হার। সিলেটে এমসি কলেজসহ নোয়াখালীর বেগমগঞ্...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.