কলকাতা, ২৯ ফেব্রুয়ারী - বাংলাদেশি অভিনেত্রী, সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা ও পরিচালক সৃজিত মুখোপাধ্যায় দম্পতির বিবাহোত্তর সংবর্ধনা (রিসেপশন) গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। এদিন কলকাতার রাজকুটিরে বসেছিল চাঁদের হাট। রিসেপশনের পার্টি বলে কথা, তাই মেন্যুতেও ছিল এলাহি ছাপ। কী কী ছিল সেই মেন্যুতে? ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, শনিবার লিপ ইয়ারে মিথিলা-সৃজিতের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এদিন তারকাদের মিলনমেলার পাশাপাশি খাবারের তালিকায় ছিল অনেক আয়োজন। তালিকায় ছিল-পোলাও, ডাল মাখানি, পনির মাখানি, চিংড়ি মালাইকারি, ঠাকুরবাড়ির কষা মাংসসহ আরও অনেক কিছু। সঙ্গে মিষ্টি দই, নলেন গুড়ের কাঁচাগোল্লা। রিসেপশনে মিথিলা পরেছিলেন লাল রঙের শাড়ি। আর তার সঙ্গে মানানসই করে সৃজিত পরেছিলেন আচকান আর ধুতি। জামায় ঘন সুতোর কাজ। সৃজিত-মিথিলার পোশাকের দায়িত্বভার পড়েছিল ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তের ওপর। এর আগে বিয়েতে লাল জহরকোট এবং কালো পাঞ্জাবিতে সেজেছিলেন সৃজিত। আর মিথিলার পরনে ছিল লাল রঙের জামদানি শাড়ি। কপালে ছোট্ট টিপ। কানে-গলায় মানানসই গয়না। সৃজিত-মিথিলার রিসেপশনের অনুষ্ঠানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, গার্গী রায় চৌধুরী, অর্জুন চক্রবর্তী থেকে মাধবী মুখোপাধ্যায়কে ছিল না সেই অনুষ্ঠানে। অতিথিদের তালিকায় ছিলেন পরিচালক রাজ চক্রবর্তী, সৌরভ গঙ্গোপাধ্যায়। এ ছাড়া রিসেপশন পার্টিতে উপস্থিত ছিলেন অভিনেতা আরিয়ান ভৌমিক, সঙ্গীতশিল্পী জয় সরকার ও সোমলতা আচার্য। আরও ছিলেন তৃণমূলের সাংসদ, অভিনেত্রী মিমি চক্রবর্তী। উল্লেখ্য, পরিবার ও ঘনিষ্ঠজনদের নিয়ে গত ৬ ডিসেম্বর বিয়ে করেন সৃজিত-মিথিলা। বিয়ের পরদিনই এ দম্পতি মধুচন্দ্রিমার উদ্দেশে পাড়ি দিয়েছিলেন সুদূর সুইজারল্যান্ড। সুত্র : আমাদের সময় এন এ/ ২৯ ফেব্রুয়ারী



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2TbxG0r
March 01, 2020 at 09:07AM
01 Mar 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top