কলকাতা, ১২ মার্চ - বিতর্কিত ইউটিউবার রোদ্দুর রায়ের গ্রেপ্তারিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের আরজি জানালেন পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের সদস্যরা। প্রতিটি জেলার মুখ্য থানায় অভিযোগ দায়েরের পর বৃহস্পতিবার সকালে কালীঘাট থানায় FIR করেন তাঁরা। বিতর্কিত এই ইউটিউবারকে গ্রেপ্তারির দাবিতে সরব হয়েছেন বিশ্বভারতীর পড়ুয়ারও। অশ্লীল শব্দ প্রয়োগ করে রবীন্দ্র সংগীত ও নজরুলের গান গেয়ে বিতর্কের শীর্ষে ইউটিউবার রোদ্দুর রায়। রবীন্দ্র ভারতী কাণ্ডের পর তাঁর প্রতি ক্ষোভ বেড়েছে সাধারণের। মঙ্গলবারই রোদ্দুর রায়ের বিরুদ্ধে বেলেঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের সদস্যরা। তাঁদের কথায়, ওই ইউটিউবার যুব সমাজকে বিভ্রান্ত করছে। রোদ্দুর রায়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তাঁরা। পাশাপাশি, প্রতিটি জেলার মুখ্য থানায় এই বিতর্কিত ইউটিউবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তাঁরা। এরপর বৃহস্পতিবার সকালে রোদ্দুর রায়কে গ্রেপ্তারির দাবি জানিয়ে ব্যানার নিয়ে কালীঘাটে হাজির হন পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের সদস্যরা। কালীঘাট থানায় অভিযোগ দায়েরের পর মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে হাজির হন তাঁরা। রোদ্দুর রায়ের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে বিশ্বভারতীও। রোদ্দুর রায়কে গ্রেপ্তারির দাবিতে সরব সেখানকার পড়ুয়ারাও। প্রসঙ্গত, গ্রেপ্তারির দাবিতে সবমহল সরব হলেও বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না রোদ্দুর রায়। উলটে পুলিশকে চ্যালেঞ্জ ছুঁড়ে একাধিক ফেসবুক করেন তিনি। কোনও পোস্টে লেখেন ক্ষমতা থাকলে গ্রেপ্তার করে দেখাক। কখনও আবার বলেছেন, সকাল থেকে বসে রয়েছি কেউ এল না গ্রেপ্তার করতে! একাধিক থানায় এত অভিযোগ সত্ত্বেও কেন গোটা বিষয়টিকে তোয়াক্কাই করছেন না রোদ্দুর, তা নিয়েও সমালোচনার ঝড় বইছে বিভিন্ন মহলে। সুত্র : সংবাদ প্রতিদিন এন এ/ ১২ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2wP2fAt
March 12, 2020 at 10:09AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top