দিসপুর, ২১ মার্চ - করোনাভাইরাসের কারণে যে সমস্ত অসমবাসী বিদেশের মাটিতে আটকা পড়েছেন, তাঁদের জন্য বিশেষ আর্থিক সাহায্য ঘোষণা করল অসম সরকার। বিদেশের মাটিতে আটকা পড়া অসমবাসীক ২০০০ ডলার অর্থাত্ প্রায় ১.৫০ লক্ষ টাকা করে দেওয়া হবে। করোনাভাইরাসের কারণে দেশে ফিরতে না পারায় যাতে তাঁদের আর্থিক সমস্যার মধ্যে পড়তে না হয়, তার জন্যই এই সিদ্ধান্ত। অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বাস শর্মা জানিয়েছেন, করোনাভাইরাসের কারণে গ্লোবাল লক ডাউন হয়ে যাওয়ায় দেশে ফিরতে পারছেন না, এই সমস্যায় পড়া অসমের বাসিন্দাদের অ্যাকাউন্টে ২০০০ ডলার অর্থাত্ প্রায় দেড় লক্ষ টাকা করে আমরা ট্রান্সফার করব। তবে এই আর্থিক সাহায্য পেতে হলে অন্তত এক মাস বিদেশের মাটিতে আটকে থাকতে হবে। তবে এই সাহায্য অনাবাসী ভারতীয় বা বেশ কিছুদিন ধরে বিদেশে চাকরি অথবা পড়াশোনা করছেন এবং থাকার জন্য বাড়ি বা হোস্টেল রয়েছে, তাঁদের মিলবে না। শনিবার এই বিষয়ে ইমেল বার্তা পাঠানো হবে বলে জানিয়েছেন মন্ত্রী। পাসপোর্টে স্যাম্পের তারিখ অনুযাযী বিদেশে অন্তত এক মাস থাকলে এই আর্থিক সহায়তা পাওয়া যাবে। ৪ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল বোড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের নির্বাচন। করোনাভাইরাসের কারণে সেটিও পিছিয়ে দেওয়া হয়েছে সুত্র : এই সময় এন এ/ ২১ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3a93wkl
March 21, 2020 at 08:57AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top