ইসলামাবাদ, ১৮ মার্চ - করোনাভাইরাসের প্রভাবে একে একে বিশ্বের প্রায় সব খেলাই বন্ধ হয়ে গেছে। এর মধ্যেই চলছিল পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। টুর্নামেন্টটা প্রায় শেষ পর্যায়ে, তাই তাড়াহুড়ো করেই শেষ করার চেষ্টা করেছিলেন আয়োজকরা। নির্ধারিত সিডিউল কাটছাঁট করে চারদিন আগেই টুর্নামেন্ট শেষ করার প্রস্তুতি ছিল। কিন্তু তাতেও কাজ হলো না। শেষ পর্যন্ত বন্ধই করতে হলো পিএসএলের এবারের আসরটি, ঠিক সেমিফাইনালের আগমুহূর্তে এল এমন খবর। (মঙ্গলবার) দুপুরে মাঠে গড়ানোর কথা ছিল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল, যেখানে মুলতান সুলতানস মোকাবেলা করতো পেশোয়ার জালমির। সন্ধ্যায় আরেক সেমিফাইনালে মুখোমুখি হতো করাচি কিংস আর লাহোর কালান্দার্স। সব কিছুর প্রস্তুতি যখন শেষ, ঠিক সেই মুহূর্তে এলো দুঃসংবাদ। পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে জানিয়েছে, করোনার প্রাদুর্ভাবে পিএসএল স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী শিডিউল অবস্থা বুঝে নির্ধারণ করা হবে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৮ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2WoH6aW
March 18, 2020 at 04:30AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top