ঢাকা, ২৮ মার্চ - করোনাভাইরাস যাতে আর বিস্তার ঘটাতে না পারে সে জন্য কিছু কঠিন সিদ্ধান্ত নিয়েছে সরকার। যার অন্যতম ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি। মানুষ যাতে পরস্পরের সংস্পর্শে এসে করোনা ছড়াতে না পারে তার জন্য অনেক জায়গা লকডাউন ঘোষণা করা হয়েছে। এসব সিদ্ধান্তের পর বদলে গেছে রাজধানী ঢাকার চেহারা। নিম্নআয়ের মানুষ ও দিনমজুররা এখন দৈনিক খাওয়া যোগাড় করতে পারছে না। এ অবস্থায় বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থা নিজেদের মতো করে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসছে। তারই অংশ হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ খাবার বিতরণ করবে দুপুরে। আজ (শুক্রবার) থেকে এই খাদ্য বিতরণ কার্যক্রম শুরু করেছে দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি। মতিঝিলের বাফুফে ভবনের প্রধান ফটকের সামনে অসহায় মানুষদের মধ্যে ২০০ প্যাকেট খিচুড়ি বিতরণ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই খাদ্য বিতরণ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাঈম সোহাগ। অসহায়দের মাঝে খাদ্য বিতরণ প্রসঙ্গে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে আমরা চেষ্টা করছি যত রকমভাবে পারা যায় সাহায্য করতে। আমরা জানি, অনেক দিনমজুর আছেন তাদের এখন সব কাজ বন্ধ। নির্মাণ সাইড বলেন, রিকশা বলেন- সব কিছুই বন্ধ। সে জন্য আমরা কিছু খাদ্যের ব্যবস্থা করেছি। প্রতিদিন দুপুরে আমরা খাদ্য অসহায় মানুষ যাদের দরকার তাদের মধ্যে বিতরণ করবো। আমি বিশ্বাস করি, আমাদের মতো সবাই যদি এভাবে এগিয়ে আসে, এই কাজগুলো করে তাহলে বহু মানুষ বিপদ থেকে রক্ষা পাবেন। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৮ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2wLqtvw
March 28, 2020 at 04:46AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন