ঢাকা, ১৬ মার্চ - মুশফিকুর রহীমের চাপ জয় করে খেলা ১২৭ রানের ইনিংস এখন ঢাকা প্রিমিয়ার লিগের হট টপিক। দেশের হোম অব ক্রিকেট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পারটেক্সের বিপক্ষে ১২৪ বলে ১২৭ রান করেছেন মুশফিক। আবাহনীকে বিপর্যয় কাঁটিয়ে ২৮৯ রানের সংগ্রহ পাইয়ে দিয়েছেন। তার ওপর প্রথমবারের মতো এসেছেন আবাহনীতে। এ ক্লাবের হয়ে নিজের অভিষেক ম্যাচেই হাঁকালেন সেঞ্চুরি। তাও অধিনায়কত্ব করেই। ফলে সব আলোচনার কেন্দ্রে এখন মুশফিকের সেঞ্চুরি। যে কারণে আড়ালেই পড়ে গেছে দিনের আরেক সেঞ্চুরি। বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের উদ্বোধনী দিনে সেঞ্চুরি হয়েছে আরও একটি। করেছেন প্রাইম দোলেশ্বরের বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান তাইবুর পারভেজ। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৯৪ বলে ১১০ রানের ঝড়ো ইনিংস খেলেছেন তাইবুর। সাত চার ও ৫ ছক্কায় সাজানো ঐ ইনিংসে ভর করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৩৮ রানের মাঝারি পুঁজি গড়েছে প্রাইম দোলেশ্বর। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান আসে ইমরাউজ্জামানের ব্যাট থেকে, ২৬ রান করেন মার্শাল আইয়ুব। এছাড়া বাঁহাতি স্পিনার এনামুল জুনিয়রের সংগ্রহ ছিল ২৩। বাঁহাতি স্পিনার সাকলাইন সজিব (৭ ওভারে ২/২৭) ছিলেন ব্রাদার্সের সফলতম বোলার। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৬ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/38NS9go
March 16, 2020 at 03:15AM
16 Mar 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top