ঢাকা, ১২ মার্চ - টেস্ট আর ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজেও ধবলধোলাই জিম্বাবুয়ে। এই প্রথম কোনো পূর্ণাঙ্গ সিরিজে কোনো টেস্ট খেলিয়ে দলকে তিন ফরম্যাটেই চরমভাবে পর্যুদস্ত করার অধরা কৃতিত্ব দেখাল বাংলাদেশ। প্রথম ম্যাচে ৪৮ রানের বড় জয়। আর আজ ৯ উইকেটের সহজ জয় টাইগারদের। দুয়ে মিলে অনায়াস আর নিরংকুশ বিজয়। পাশাপাশি দাপুটে পারফরমেন্স। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের কাছে কোনটা বেশি উপভোগ্য মনে হয়েছে? আজ (বুধবার) রাতে খেলা শেষে প্রেস কনফারেন্সে প্রশ্ন উঠতেই অধিনায়ক রিয়াদের জবাব, আমি দুটাই উপভোগ করেছি। কেন? সে ব্যাখ্যাও আছে। রিয়াদের কথা, আমরা পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজে চরমভাবে পর্যুদস্ত হওয়ার পর নিজেরা বলাবলি করেছি আমরা খুব খারাপ খেলেছি। পারফরমেন্স আপ টু দ্য মার্ক ছিল না। এখান থেকে আমাদেরও ঘুরে দাঁড়ানোর প্রয়োজনীয়তাও মর্মে মর্মে অনুভব করেছি। টাইগার অধিনায়ক বোঝানোর চেষ্টা করলেন, সে উপলব্ধিই এ সিরিজে ঘুরে দাঁড়ানোর, ভালো খেলার সবচেয়ে বড় রসদ। তারপরও কাজটা সহজ ছিল না। কারণ ভালো খেলতে খেলতে হঠাৎ একটু গা ঢিলেমি চলে আসে। এ সিরিজেও সে হালকা মেজাজে খেলার সম্ভাবনা ছিল। কিন্তু আসেনি। সবাই পুরো সিরিজে ভালো খেলতে মুখিয়ে ছিল। যে যার মতো করে চেষ্টা করেছে। নিজেকে শারীরিক, মানসিকভাবে তৈরি করেছে। এবং ক্রিকেটীয় প্রস্তুতিটাও সেড়েছে বেশ ভালো করে। তাইতো রিয়াদের কণ্ঠে এমন কথা, আসলে এমন সিরিজে ফোকাসটাও ধরে রাখা দরকার। এক ম্যাচ জেতার পরফোকাস কমে যাওয়া বা হালকা মেজাজে চলে যাবার সম্ভাবনা থাকে। কিন্তু এবার আমরা খুব সজাগ ও সতর্ক ছিলাম। কোনোভাবেই যেন ফোকাসটা না সড়ে যায়। ব্যক্তিগতভাবে লিটন দারুণ ফোকাস ছিল। তামিমসহ যারা রান করেছে, তারা ছাড়াও পুরো দলের প্রতিটি সদস্য ফোকাস ছিল। বোলাররা যে যার নিজ নিজ কাজগুলো জিম ওয়ার্ক, রানিং সব ঠিক ঠিকমতো করেছে। খুব পরিকল্পনামাফিক কাজগুলো করেছে সবাই। তাই এমন সাফল্য ধরা দিয়েছে। এ সিরিজ থেকে পজিটিভ কী নেবেন? প্রথম অ্যাটিচ্যুয়েড বা মনোভাব নাকি উজ্জ্বল পারফরমেন্স? অধিনায়ক রিয়াদের জবাব, প্রথম অ্যাটিচ্যুয়েড নেব। তারপর পারফরমেন্স। আমাদের মাইন্ডসেট ছিল। সেটা কী? শেষ পাকিস্তান সফরে আমরা নিজেরা কথা বলেছিলাম। আমরা যত খারাপ খেলেছি, আসলে তত খারাপ দল না। কোনো কারণে হয়তো খারাপ খেলেছি। তবে আমরা এরচেয়ে ভালো দল। এর চেয়ে ভালো খেলার সামর্থ্য আছে আমাদের। এ সিরিজে আমরা অনেক বেশি মনোযোগী ছিলাম। সবাই প্রাণপন চেষ্টা করেছে। এ বিশ্বাসটা ধরে রাখতে হবে এবং বড় দলের বিপক্ষে ধারাবাহিকভাবে ভালো খেলার চেষ্টাটাও অব্যাহত রাখতে হবে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১২ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/33cRbt6
March 12, 2020 at 03:17AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top