মুম্বাই, ২৬ মার্চ - কথায় বলে ঢেঁকি স্বর্গ গেলেও ধান ভাঙে। সালমান খানও যেন তাই। করোনা আতঙ্কে ঘরে বন্দী হয়ে আছেন। তাতে কী! ঘরে বসেই সিনেমার কাজ এগিয়ে নিচ্ছেন। গোটা দুনিয়া যখন ঘরবন্দি, তখন তার আগামী ছবি রাধের পোস্ট প্রোডাকশনের কাজ নিজের পানভেলের ফার্ম হাউসে শুরু করে দিলেন সালমান খান। সামাজিক দূরত্ব বজায় রাখার যে নির্দেশিকা সরকারি তরফে দেওয়া হয়েছে, তা যাতে লঙ্ঘন না হয়, তার জন্য হাতে গোনা কয়েকজনকে নিয়ে কাজ শুরু করেছেন সালমান। একটি সূত্র মারফত জানা গিয়েছে, রাধের শুটিং প্রায় অনেকটাই শেষ হয়েছে। বাকি রয়েছে সালমান ও নায়িকা দিশা পাটনি অভিনীত একটি গান। গত বুধবার ফার্ম হাউসে চলে গিয়েছেন সালমান। তার ছবির পরিচালক প্রভু দেবা এখন চেন্নাইয়ে। ফোনে অনবরত তার সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। গত সপ্তাহেই শুটিং বন্ধ হয়ে গিয়েছে। তাই আপাতত এই কাজ করা ছাড়া কোনো বিকল্প নেই সালমানের হাতে। ইদে মুক্তি পাবে রাধে সিনেমা। এ ছবি দিয়ে প্রথমবারের মতো জুটি বাধছেন সালমান খান ও দিশা পাটনি। এছাড়াও আগামী বছরের জন্যও একটি ছবি ঘোষণা করে রেখেছেন সালমান। তবে তার শেষ কয়েকটি ছবি বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। তাই রাধে নিয়ে বেশ মনযোগী এ নায়ক। এন এইচ, ২৬ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/39km93y
March 26, 2020 at 04:49AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top