ঢাকা, ০২ মার্চ - লিগ শুরুর আগেই সবার অনুমেয় ছিল বসুন্ধরা কিংসের মেয়েরা প্রতিম্যাচে করবে ভুরিভুরি গোল। তাদের বিরুদ্ধে লড়াই করার মতো কোনো দল নেই এবারের নারী ফুটবল লিগে। প্রথম দুই ম্যাচে সেই অনুমানই প্রতিষ্ঠিত করেছেন সাবিনা, কৃষ্ণা, মনিকা, মারিয়াদের নিয়ে গড়া দলটি। প্রথম ম্যাচে আনোয়ারা স্পোর্টিং ক্লাবকে ১২-০ গোলে হারানোর পর (রোববার) নিজেদের দ্বিতীয় ম্যাচে বসুন্ধরা কিংস ১৩-০ গোলে হারিয়েছে সিলেটের এমকে গ্যালাকটিকোকে। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষকে নাচাতে থাকেন সাবিনা-কৃষ্ণারা। পঞ্চম মিনিটে অধিনায়ক সাবিনা খাতুন শুরু করেন গোল উৎসব। শেষ করেন মুন্নী ৮৮ মিনিটে। ১৩ গোলের মধ্যে একটি হয়েছে গ্যালাকটিকোর আত্মঘাতি। হ্যাটট্রিক করেছেন সাবিনা খাতুন ও মনিকা চাকমা। দুটি করে গোল করেছেন তহুরা খাতুন ও মুন্নী। একটি করে গোল কৃষ্ণা ও শিউলি আজীমের। গ্যালাকটিকোর আত্মঘাতি গোলটি করেছেন মুক্তা দাস। দুই ম্যাচে ২৫ গোল করে বসুন্ধরা কিংস নিজেদের শক্তির পরিচয় দিয়েছে। দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে তারা টেবিলের শীর্ষে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০২ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2VAmsEk
March 02, 2020 at 02:58AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top