মুম্বাই, ২৮ মার্চ - প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত বিশ্ব। লকডাউন হয়ে আছে অনেক দেশ ও বড় বড় শহর। ২১ দিনের জন্য জাতীয় লকডাউনে আছে ভারত। আপাতত তাই আর সবার মতো ঘরে বসেই সময় কাটাচ্ছেন বলিউড তারকারাও। এই সঙ্কটকালে বলিউড সুপারস্টার হৃত্বিক রোশন পাশে পেয়েছেন তার সাবেক স্ত্রী সুজান খানকে। মূলত সন্তানদের পাশে থাকবেন বলেই দুজনে এক ছাদেএ তলায় এসেছেন আবারও। এর আগেও তারা এমন নজির গড়েছেন। বিবাহ বিচ্ছেদের আনুষ্ঠানিকতার পর বাচ্চাদের নিয়ে দুজন একসঙ্গে ঘুরতে বেড়িয়েছেন বিশ্বের নানা প্রান্তে। করোনার প্রভাবে আসা এই অসময়েও তারা এক হলেন দুই পুত্রের জন্য। হৃতিক নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। পোস্টের লেখায় ফুটে উঠেছে তার আবেগ, যখন সারা দেশে লকডাউন চলছে, তখন বাবা-মায়ের পক্ষে সন্তানদের ছেড়ে থাকা অসম্ভব। যে সব অভিভাবককে তাদের সন্তানদের কাস্টডি ভাগাভাগি করে নিতে হয়, তাদের পক্ষে বিষয়টি আরও কষ্টকর। পরিস্থিতি সামলাতে সুজান স্বেচ্ছায় আমার বাড়িতে এসে রয়েছে। যে কোনো প্রয়োজনে আমি ওকে বরাবরই পাশে পেয়েছি। বিশেষ করে ছেলেদের বড় করার ক্ষেত্রে। ওই পোস্টেই সুজ়ানের মন্তব্য, এই পরিস্থিতিতে মানব সভ্যতা আমাদের অনেক কিছুই শিখিয়ে দিল। প্রসঙ্গত, ২০১৪ সালে হৃতিক-সুজ়ানের বিবাহবিচ্ছেদ হয়। সম্প্রতি গুঞ্জন ছড়ায় যে দুই পুত্র রেহান ও হৃদানের জন্য আবারও বিয়ে করতে পারেন হৃত্বিক-সুজান। তবে সেই গুঞ্জন সত্যি হয়নি। এন এইচ, ২৮ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/33ReqsH
March 28, 2020 at 04:06AM
28 Mar 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top