কেপটাউন, ২৬ এপ্রিল - বোলার হলেন দক্ষিণ আফ্রিকার। তাকে কি না সেরাটা বের করতে ভূমিকা রাখেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। অবাক করা হলেও এই বিষয়টা নিজেই জানালেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা। ক্রিকেট মাঠে কোহালি এবং রাবাদা অনেক স্মরণীয় ক্রিকেট লড়াইয়ের জন্ম দিয়েছেন। সে সব লড়াইয়ে কোহালিকে প্রতিপক্ষ হিসেবে বল করতে গেলেই নিজের ভেতর থেকে সেরাটা বের করে আনার তাগিদ অনুভব করেন রাবাদা। প্রোটিয়া পেসার জানান, কোহালিই তার মধ্য থেকে সেরাটা বের করে আনেন। ২০১৯ সালের বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেই ম্যাচ শুরুর আগে রাবাদা ও কোহালিকে নিয়ে প্রচুর লেখালেখি হয়েছিল। তার আগে দুই তারকার লড়াই নিয়ে অনেক আলোচনা হয়েছিল। সম্প্রতি রাবাদার কাছে জানতে চাওয়া হয়, কোন ব্যাটসম্যানকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করেন এবং কাকে দেখলে নিজের সেরাটা ঢেলে দেয়ার প্রেরণা খুঁজে পান। জবাবে প্রোটিয়া পেসার বলেন, আপনি যদি ওয়ানডে ক্রিকেটের দিকে তাকান, তখন আমি বলবো বিরাট কোহলি হচ্ছেন খুবই ধারাবাহিক। টেস্ট ক্রিকেটেও তাই। দক্ষিণ আফ্রিকার হয়ে ৪৩টি টেস্ট থেকে রাবাদা নিয়েছেন ১৯৭টি উইকেট। ৭৫টি ওয়ানডে থেকে ১১৭টি উইকেট নেন। ২৪টি টি-টোয়েন্টি থেকে নিয়েছেন ৩০টি উইকেট। রাবাদা বলেন, বেন স্টোকস, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসনও আমার খুব পছন্দের তালিকায় রয়েছে। ২০১৯ বিশ্বকাপে দারুণ ভরাডুবি ঘটেছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের। এ কারণে আগামী দিনের জন্য নিজের লক্ষ্য স্থির করছেন রাবাদা। তিনি বলেন, আমার খেলার কিছু ব্যাপারে নজর দিতে হবে। তাহলে আরও ভাল খেলতে পারব। বিশ্বকাপ জিততে পারলে তা দারুণ হবে। সূত্র : জাগো নিউজ এন এইচ২৬ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3cOJUmQ
April 26, 2020 at 04:50AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top