মুম্বাই, ২৭ এপ্রিল- বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের মূল পেসার জাসপ্রিত বুমরাহ। ২০১৬ সালে শুরু আন্তর্জাতিক ক্যারিয়ার। তখন থেকেই খেলে যাচ্ছেন সফলতার সঙ্গে। বর্তমানে আইসিসি র্যাংকিংয়ের তিন ফরম্যাটেই রয়েছেন ওপরের দিকে। ক্রিকেটবোদ্ধারাও একবাক্যে মেনে নিয়েছেন বুমরাহর বিশেষত্ব। তবে ক্যারিয়ারের শুরুর দিকে সকলের কাছে গ্রহণযোগ্যতা পেতে বেশ কঠিন সময়ই পার করতে হয়েছে আহমেদাবাদের ডানহাতি এ পেসারকে। তার বোলিং অ্যাকশনের কারণে শুনতে হয়েছে নানান টিটকারি। এর বাইরেও ছিল একটি অপবাদ- তিনি নাকি আইপিএলের পারফরম্যান্স দিয়েই ঢুকে পড়েছেন জাতীয় দলে। এই অভিযোগ শুরু থেকেই উড়িয়ে দিয়ে আসছেন বুমরাহ। যা করলেন আরও একবার। অগ্রজ সতীর্থ যুবরাজ সিংয়ের সঙ্গে এক ইন্সটাগ্রাম লাইভ সেশনে তিনি জানিয়েছেন, দেশের ঘরোয়া ক্রিকেটের সব ধাপ অতিক্রম করেই পেয়েছেন জাতীয় দলের ডাক। শুধু আইপিএল খেলেই আসেননি জাতীয় দলে। এ বিষয়ে বুমরাহ বলেছেন, আমার ব্যাপারে একটা মিথ রয়েছে যে, আইপিএলের পারফরম্যান্স দিয়েই ভারতীয় দলে ঢুকে গেছি। অথচ আমি ২০১৩ সালে প্রথম আইপিএল খেলি। সেবার এবং ২০১৪, ২০১৫তে নিয়মিত ম্যাচও পাইনি আমি। তবে বিজয় হাজারে ট্রফি এবং ঘরোয়া সার্কিটে ভালো করায় ২০১৬ সালে জাতীয় দলের ডাক পাই। তার অন্যরকম বোলিং অ্যাকশনের কারণে অনেকেই বলতেন, বেশিদিন আন্তর্জাতিক অঙ্গনে টিকতে পারবেন না বুমরাহ। তাদের কথায় কান না দিয়ে স্কিল বাড়ানোর মাধ্যমেই নিজেকে আরও ভয়ংকর বোলার করে তুলেছেন ভারতের এ পেসার। তিনি বলেন, অনেকেই আমার বলতো যে আমি বেশিদিন খেলতে পারব না। সবার মধ্যে এমন একটা কথা চালু ছিল যে, দেশের হয়ে খেলার আর কেউ না থাকলে, তখন হয়তো আমি ডাক পাবো। তারা বলতো আমি শুধু রঞ্জি ট্রফিই খেলে যাব। তাদের কথায় কান দেইনি আমি বরং নিজের অ্যাকশন ধরে রেখে স্কিল বাড়ানোর চেষ্টা করেছি। এসময় টেস্ট ক্রিকেটের প্রতি গুরুত্বারোপ করে ২৬ বছর বয়সী এ পেসার বলেন, বোলাররা আমার কাছে এসে শুধু ওয়ানডে এবং টি-টোয়েন্টির কথাই বলে। কিন্তু তারা ভুলে যায় পরিপূর্ণ ক্রিকেটার হতে হলে টেস্ট ক্রিকেট বেশি গুরুত্বপূর্ণ। লম্বা দৌড়ে টিকে থাকতে হলে আপনাকে টেস্ট খেলতেই হবে। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/২৭ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Y9eMub
April 27, 2020 at 10:11AM
27 Apr 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top