নারায়নগঞ্জ, ২৮ এপ্রিল - করোনাভাইরাসের কারণে বিভিন্ন এলাকা লকডাউন হওয়ার পর সমস্যায় পড়া দিনমজুর ও খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়াচ্ছেন সামর্থ্যবানরা। যে যার অবস্থান থেকে অসহায় মানুষকে নগদ টাকা কিংবা খাদ্য সামগ্রী প্রদান করে সহায়তা দিচ্ছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন সব কিছু বন্ধ হওয়ার পর থেকেই প্রতিদিন দুপুরে রান্না করা খাবার বিতরণ করছে অসহায়দের মাঝে। বাফুফের উদ্যোগের পাশপাপাশি প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরাও আলাদাভাবে নিজেদের মতো করে গরীব ও অসহায় মানুষদের সাহায্য করছেন। সে ধারাবাহিকতায় বাফুফের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে (সোমবার) নারায়নগঞ্জের ফতুল্লা, সাইনবোর্ড ও কদমতলীতে ৩৭০ জন পরিবারের মাঝে এক সপ্তাহের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, পেয়াজ, আলু, তেল ও সবজি। খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, কম্পিটিশন বিভাগের সহকারী প্রধান হাসান মাহমুদ এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৮ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2YcvjgI
April 28, 2020 at 04:26AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top