নিউইয়র্ক, ০৯ এপ্রিল - নিউইয়র্কে ঘুম থেকে উঠে চারদিকে শুধু মৃত্যুর খরব। এ শহরে মানুষের আনাগোনা নেই বললেই চলে। শহরের রাস্তায় নেই কোন মানুষের চলাচল, নিস্তব্ধ শহর। চার দেয়ালর মধ্যে বন্দি জীবন কাটছে সবাই। কোনো কোনো ভোর রাতের চেয়েও অন্ধকার। তেমনি ৮ এপ্রিল অন্ধকার ভোর এসেছিল নিউইয়র্কের বাংলাদেশি আমেরিকান শাহানা তালুকদার আঁখির পরিবারে। এদিন নিউইয়র্কের স্থানীয় সময় ভোরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে মৃত্যু হয়েছে শাহানার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শাহানা করোনায় আক্রান্ত হয়ে লং আইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আমেরিকায় করোনা ভাইরাসে শাহানাসহ এ পর্যন্ত ৮৫ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তবে নিউইয়র্কসহ আমেরিকার কোথাও সরকারিভাবে বাংলাদেশি আমেরিকান মৃত্যুর তথ্য প্রকাশ করা হয়নি। কমিউনিটির যোগাযোগের মাধ্যমে এসব মৃত্যুর সংখ্যা পাওয়া যাচ্ছে। এ সংখ্যা কিছুটা এদিক-সেদিক হতে পারে। শাহানা নিউইয়র্কের একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। তাঁর বাড়ি নেত্রকোনায়। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তার স্বামীও একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। প্রায় দুই বছর আগে পারিবারিক অভিবাসন সূত্রে স্বামীকে নিয়ে নিউইয়র্কে পাড়ি জমান শাহানা। মার্কিন যুক্তরাষ্ট্রে মহামারি করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ছাড়িয়েছে। বর্তমানে দেশটির ৫৬টি অঙ্গরাজ্যে ৪ লাখ ৫৪৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ১২ হাজার ৮৫৭ জন। দেশটির মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে নিউইয়র্কে। সেখানে আক্রান্তের সংখ্যা হাজার ১ লাখ ৪২ হাজার ৩৮৪ জন। মারা গেছেন ৫ হাজার ৪৮৯ জন। এরপরের অবস্থানে রয়েছে নিউ জার্সি। সেখানে আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৪১৬ জন। মারা গেছেন ১ হাজার ২৩২ জন। মিশিগানে ১৮ হাজার ৯৭০ জন। ক্যালিফোর্নিয়ায় আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৬২০ জন। এন এইচ, ০৯ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3aXDrFt
April 09, 2020 at 05:50AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top