কলকাতা, ২৭ এপ্রিল - ২১ মে পর্যন্ত লকডাউন চালিয়ে যেতে চায় রাজ্য় সরকার, সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে এমনই জানালেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন সকালেই লকডাউন পরিস্থিতি নিয়ে মুখ্য়মন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর৷ সেই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও লকডাউন চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন বলে জানিয়েছেন মুখ্য়মন্ত্রী৷ সোমবার মুখ্য়মন্ত্রীদের সঙ্গে বৈঠকে লকডাউন আরও বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী৷ এমনই জানিয়েছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্য় সরকারও কেন্দ্রের নির্দেশ মতো পদক্ষেপ করতে চায় বলে জানিয়েছেন মুখ্য়মন্ত্রী৷ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন, লকডাউন আরও বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী৷ অন্তত ওঁর শরীরী ভাষা দেখে তো তাই মনে হয়েছে৷ তবে কেন্দ্র লকডাউন চাইলেও তাঁদের সদ্বিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্য়মন্ত্রী৷ মোদী সরকারকে খোঁচা দিয়ে মুখ্য়মন্ত্রী বলেন, আমরা তো ফুল লকডাউনের পক্ষে৷ কিন্তু কেন্দ্র একবার বলছে লকডাউন আরও কড়াকড়ি করতে হবে, আবার তারপরেই বলছে দোকান খুলে দিতে হবে৷ দোকান খুললে তো রাস্তায় ভিড় বাড়বেই৷ মানুষকে কীভাবে আটকাব৷ দোকান খুলে রাখলে লকডাউন ব্য়র্থ হবেই৷ করোনা মোকাবিলায় রাজ্য় সরকারও ২১ মে পর্যন্ত লকডাউন জারি রাখতে চায় বলে জানিয়েছেন মুখ্য়মন্ত্রী৷ এই প্রসঙ্গে মুখ্য়মন্ত্রী বলেন, ২১ মে পর্যন্ত যেমন চলছে, তেমন চলবে৷ রেড জোনে আরও বেশি কড়াকড়ি হবে৷ একটু ছাড় অরেঞ্জ ও গ্রিন জোনে৷ এরই পাশাপাশি করোনা মোকাবিলায় মন্ত্রিগোষ্ঠী তৈরির কথাও জানিয়েছেন মুখ্য়মন্ত্রী৷ রাজ্য়ের করোনা পরিস্থিতির উপর ওই মন্ত্রিগোষ্ঠী নজর রাখবে বলে জানিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়৷ লকডাউন ঠিক কবে পর্যন্ত বাড়তে পারে সেব্য়াপারে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি কেন্দ্র৷ তবে পশ্চিমবঙ্গে ২১ মে পর্যন্ত লকডাউন চালিয়ে যাওয়ার পক্ষপাতী রাজ্য সরকার৷ এই প্রসঙ্গে মুখ্য়মন্ত্রী বলেছেন, আজ ও কাল আমরা অপেক্ষা করব৷ পরশু আমরা সিদ্ধান্ত জানাব৷ সব মিলিয়ে করোনা মোকাবিলায় এরাজ্য়ে লকডাউন যে আরও বাড়ছে তা একপ্রকার নিশ্চিত৷ রাজ্যে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা৷ এই পরিস্থিতিতে একসঙ্গে লকডাউন না তুলে ধাপে ধাপে লকডাউন তোলার পক্ষে মত দিয়েছেন বিশেষজ্ঞরাও৷ সুত্র : কলকাতা ২৪x৭ এন এ/ ২৭ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2xdtwx1
April 27, 2020 at 04:17PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top