জীবনে এমন অনেক কিছুই ঘটে, যা আসলে মেনে নেওয়া যায় না কখনই। বারবার ভুলতে চাইলেও ঘুরে ফিরে চলে আসে। যেমন শোকে কাতর হয়ে আছেন ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার নেইমার। গত জানুয়ারি মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল কিংবদন্তি কোবি ব্রায়ান্টের। তার সঙ্গে নেইমারের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, কয়েক মাস পরও ওই মৃত্যু শোক তাড়া করে বেড়াচ্ছে পিএসজি ফরোয়ার্ডকে। নেইমার জানান, কোবির সঙ্গে তার অনেক বিষয়েই মিল রয়েছে। দুজনের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক এমন পর্যায়ে ছিল যে, বন্ধুকে এভাবে হারানোর বিষয়টি এখনও মানতে পারছেন না তিনি। ব্রাজিলিয়ান তারকা বলেন, কোবির মৃত্যু আমাকে বড় ধাক্কা দিয়েছিল। কারণ, আমাদের দুজনের জীবনে অনেক মিল রয়েছে। যখন তারকা খেলোয়াড়ের ভেতরের মানুষটির সঙ্গে আপনার বন্ধুত্ব হয়ে যাবে, তখন সেই সম্পর্ক আলাদা হবেই। কোবির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল আমার। ওর আকস্মিক মৃত্যুতে শুধু আমি একা নই, ধাক্কা খেয়েছে ক্রীড়া ও সামাজিক জগৎ। নেইমারের জীবনেও অনেক বাধা বিপত্তি এসেছে। সবচেয়ে বড় বাধা তার চোট। সময়ের দুই সেরা ফুটবলার লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে টেক্কা দেওয়ার সামর্থ্য ছিল তার, কিন্তু চোটের কারণে নিজেকে ওই পর্যায়ে নিয়ে যেতে পারেননি। নেইমারের মনে সেটা নিয়ে বেশ কষ্টও আছে। এই চোট তাকে মানসিকভাবে অনেকটা পিছিয়ে দিয়েছে উল্লেখ করে পিএসজি তারকা বলেন, একজন পেশাদার ফুটবলারের কাছে চোট-আঘাতের চেয়ে খারাপ কিছুই হতে পারে না। গত দুই মৌসুম এই সমস্যায় জর্জরিত থাকতে হয়েছে। আবার মাঠে নিজের মতো ফিরতে পারব কি না, এক সময় সেটা নিয়েই সংশয় ছিল। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৮ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3e3DyRU
April 08, 2020 at 03:58AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন