প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে দেশের বাইরেই আটকা পড়ে গিয়েছিল চাইনিজ সুপার লিগের দল উহান জাল। প্রায় দেড় মাস পর ঘর-পরিবার থেকে দূরে থাকার পর শনিবার নিজেদের শহরে ফিরেছে উহান জাল। গত জানুয়ারিতে পুরো উহানে করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়লে লকডাউন করে দেয়া হয় প্রদেশটি। তখন অনুশীলন ক্যাম্পের জন্য স্পেনে ছিল উহান জাল। ক্যাম্প শেষ হলেও লকডাউন বহাল থাকায় উহানে ফিরতে পারেনি দলটি। উহান থেকে উৎপত্তি হওয়া এ ভাইরাস ক্রমেই সারাবিশ্বকে গ্রাস করতে শুরু করে এবং বন্ধ হতে থাকে সব দেশের মধ্যকার যোগাযোগ ব্যবস্থা। ফলে স্পেন থেকে রওনা হলেও পথে অনেক সময় কেটেছে উহান জালের। এর মধ্যে জার্মানিতে দিতে হয়েছে দীর্ঘ এক ট্রানজিট। যেখান থেকে প্রায় সপ্তাহ তিনেক আগে তারা ফিরেছিল দেশে। বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল শেনজেনে। উহানের অবস্থা ঝুঁকিমুক্ত ঘোষণার পর ১০৪ দিন বাইরে কাটিয়ে নিজ শহরে ফিরতে পেরেছেন উহান জালের খেলোয়াড়রা। দীর্ঘদিন পর শহরে ফেরাটা বেশ আবেগময় ছিল উহান জালের খেলোয়াড়দের জন্য। রেল স্টেশনে তাদের জন্য ফুলের তোড়া, গায়ে কমলা জার্সি এবং হাতে ব্যানার নিয়ে উপস্থিত ছিলেন ক্লাবের সমর্থকরা। সেখানে এক আবেগঘন পরিস্থিতিরই সৃষ্টি হয়। দলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয়েছে, তিন মাসের বেশি সময় যাযাবর জীবন কাটানোর পর অবশেষে নিজেদের শহরে ফিরতে পেরেছে ঘরপ্রিয় উহান জালের খেলোয়াড়রা। স্থানীয় খেলোয়াড়রা সরাসরি পরিবারের সঙ্গে দেখা করবে। তবে বিশ্রামের তেমন একটা সুযোগ পাচ্ছেন না উহান জালের খেলোয়াড়রা। কেননা আগামী বুধবার থেকেই স্প্যানিশ কোচ হোসে গঞ্জালেজের অধীনে শুরু হয়ে যাবে তাদের অনুশীলন। চাইনিজ সুপার লিগের জন্য নিজেদের প্রস্তুতি নেবে দলটি। যা গত জানুয়ারিতে শুরুর করা থাকলেও আপাতত স্থগিত রয়েছে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২১ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2xKQ7RK
April 21, 2020 at 04:22AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top