করোনা ভাইরাসে পুরোপুরি বিধ্বস্ত ইতালি। চীনের পর ইরান হয়ে ইতালিতেই সবচেয়ে বেশি তাণ্ডব চালিয়েছে প্রানঘাতি করোনভাইরাসটি। এরপরই এটি ছড়িয়েছে স্পেন, ফ্রান্স, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বাকি দেশগুলোতে। মার্চের শুরুতেই লকডাউনে চলে যেতে হয় ইতালিকে। দেশটির সমস্ত খেলাধুলা বন্ধ করে দিতে হয় মার্চের একেবারে শুরুতেই। করোনার কারণে বিধ্বস্ত দেশটির অর্থনীতিও পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়েছে। এ কারণে ইতালির সিরি-আতে খেলা জনপ্রিয় ক্লাব এএস রোমার ফুটবলাররা ঘোষণা দিয়েছে, আগামী চারমাস তারা ক্লাবের কাছ থেকে কোনো পারিশ্রমিক নেবে না। করোনার কারণে বিধ্বস্ত অবস্থা থেকে কাটিয়ে উঠতেই এ সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটির ফুটবলাররা। ৯ মার্চ বন্ধ হয়ে যায় সিরি-আর খেলা। আবার কবে ইতালির সবচেয়ে এবং ইউরোপের তৃতীয় জনপ্রিয় লিগটির খেলা শুরু হবে তারও কোনো নিশ্চয়তা নেই। আজ সন্ধ্যা প্রকাশিত এক বিবৃতিতে এএস রোমার পক্ষ থেকে জানানো হয়েছে, করোনাভাইরাসের কারণ উদ্ভূত কঠিন পরিস্থিতিতে ক্লাবের সুবিধার্থে ফুটবলাররা সিদ্ধান্ত নিয়েছে চার মাসের পারিশ্রমিক গ্রহণ করবেন না তারা। সিদ্ধান্তটি কার্যকর হবে মার্চ থেকে জুন পর্যন্ত। রোমা এটাও বলছে যে, ইতালিয়ান সরকারের সোশ্যাল সিকিউরিটি স্কিমের আওতায় ফুটবল ক্লাবগুলো পারিশ্রমিকের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে, তা অন্য ক্লাবগুলোর তুলনায় সবচেয়ে বেশি। ক্লাবটির প্রধান নির্বাহী গুইদা ফেইগনা বলেন, রোমায় আমরা সব সময়ই একতাবদ্ধ থাকার কথা বলি। মৌসুমের বাকি সময়ের জন্য পারিশ্রমিক কর্তনের বিষয়ে যে আলোচনা চলছিল, তাতে খেলোয়াড়, কোচ এবং অন্য কর্মকর্তারা প্রমাণ করেছেন যে, তারা সত্যিই যে কোনো বিষয়ে সবার চেয়ে অগ্রণী ভূমিকা পালন করেন। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২০ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Vn5R6z
April 20, 2020 at 03:35AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top