ঢাকা, ১৩ এপ্রিল - করোনা ভাইরাসের কারণে বিধ্বস্ত ফুটবল বিশ্ব। বাংলাদেশেও প্রিমিয়ার লিগসহ সবখেলা বন্ধ। এতে ক্লাবগুলো পড়েছে বিপাকে। খেলোয়াড়দের সঙ্গে চুক্তি, তাদেরকে দেয়া অর্থ-এসব নিয়ে এখন কী হবে? কেবল বাংলাদেশেরই নয়, বিশ্বেও অনেক বড়বড় ক্লাবও ধ্বংসের মুখে। বাংলাদেশের ক্ষেত্রে কি হবে? ঘরোয়া ফুটবল বন্ধ। করোনাভাইরাসের প্রকোপ কমে কবে বল আবার মাঠে গড়াবে তা অনিশ্চত। ক্লাবগুলোর সঙ্গে ফুটবলারদের চুক্তির মেয়াদ শেষ হবে অক্টোবরে। এর মধ্যে প্রিমিয়ার লিগ ও স্বাধীনতা কাপ আয়োজন করে মৌসুম শেষ করা কঠিন হবে বাফুফের জন্য। তাহলে এবারের মৌসুমটা কবে শেষ হবে? প্রিমিয়ার লিগের ক্লাবগুলো নিজেদের মধ্যে আলোচনা করেছে কয়েক দফা। তারা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে ৩১ মার্চের পর থেকে চুক্তি স্থগিত রাখতে। আবার যখন খেলা শুরু হবে তখন চুক্তি চালু হবে। তখন থেকে আবার বেতনও পাবে ক্লাবগুলো। এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্য হয়নি। সময়মতো খেলা শেষ না হলে কি হবে তা নিয়ে সদস্য দেশগুলোকে একটি গাইডলাইন দিয়েছে ফিফা। খেলোয়াড়দের সঙ্গে ক্লাবের কতদিন পর্যন্ত চুক্তি তার আর গুরুত্ব নেই। নির্দিষ্ট সময়ের বিষয়টি বাতিল করে মৌসুম শেষ হওয়ার নতুন নীতিমাল করেছে তারা। এখন কোনো দেশের ঘরোয়া ফুটবল যেদিন শেষ হবে সেদিন পর্যন্ত চুক্তি থাকবে ফুটবলারদের। কোনো খেলোয়াড়ের সঙ্গে ৩১ অক্টোবর পর্যন্ত চুক্তি থাকলেও মৌসুম যদি আরো কয়েকমাস পরে শেষ হয় তাহলে সেই পর্যন্তই চুক্তি থাকবে ক্লাব আর ফুটবলারদের। ফিফার এই চিন্তাধারা প্রসঙ্গে বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাঈম সোহাগের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ফিফার গাইডলাইন আমরা পেয়েছি। আমরা ওই গাইডলাইনটা ক্লাবগুলোকেও জানাবো। ১৫ এপ্রিল থেকে আমরা ক্লাবগুলোকে চিঠি দিয়ে ফিফার সর্বশেষ সিদ্ধান্তের কথা জানাবো। তাদের মতামত চাইবো। এরপর সব ক্লাবের মতামত নিয়ে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছবো। আমরা যেহেতু সিদ্ধান্ত নিয়েই রেখেছি জুনের আগে লিগ শুরু করবো না। তাই এখনো বেশ সময় আছে হাতে। তাই তাড়াহুড়া করছি না। আমাদেও সভাপতি মহোদয় বলেছেন, হুট করে কোনো সিদ্ধান্ত না নিয়ে বুঝেশুনে পা ফেলতে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৩ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/34CF4pJ
April 13, 2020 at 04:44AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন