কেপটাউন, ২৩ এপ্রিল - উন্নত ভবিষ্যতের আশায় দক্ষিণ আফ্রিকার জাতীয় দল ছেড়ে একের পর এক ক্রিকেটার চলে যেতে থাকেন কলপাক চুক্তি করে। ইংল্যান্ডের ঘরোয়া লিগে এই চুক্তির প্রধান শর্ত, জাতীয় দল থেকে অবসর। মরনে মরকেল, রাইলি রুশো, কাইল অ্যাবোট, ওয়েন পারনেল, ডোয়াইন অলিভাররা তাই জাতীয় দলের মায়া ছেড়ে পারি জমান ইংল্যান্ডে। কলপাকের চুক্তিতে আবদ্ধ হন। কিন্তু যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ায় চলতি বছরের শেষদিকে কলপাকের সব চুক্তি বাতিল হয়ে যাবে। ফলে কপাল পুড়বে প্রোটিয়া দল ছেড়ে যাওয়া ক্রিকেটারদের। যে জাতীয় দল ছেড়ে চলে গিয়েছিলেন, সেখানে কি চাইলেই আর ফিরতে পারবেন? দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের নতুন পরিচালক গ্রায়েম স্মিথ তাদের মনের সেই ভয়টা কাটিয়ে দিলেন। স্মিথ জানালেন, যদি ক্রিকেটাররা ফিরতে চান তবে তাদের স্বাগত জানানো হবে। স্মিথ বলেন, যেহেতু কলপাক শেষ হওয়ার পথে, তাই সম্ভবত আমরা সেরা খেলোয়াড়দের ফেরত পেতেই চাইব। তারা ফিরবেন কি না, সেটা তাদের সিদ্ধান্ত। দক্ষিণ আফ্রিকা দলের সাবেক এই অধিনায়ক যোগ করেন, আমাদের দিক থেকে বললে, আমরা আমাদের সেরা খেলোয়াড়দের ঘরোয়া লিগে খেলতে উৎসাহিত করব। যাতে করে তারা জাতীয় দলে ফেরার সুযোগ পায়। কলপাকের এই চুক্তিতে গত কয়েক বছরে প্রায় এক ডজন খেলোয়াড় হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এতে সর্বশেষ সংযোজন ইংল্যোন্ডের বিপক্ষে দুই টেস্ট খেলে সদ্যই ক্যারিয়ার শুরু করা ডেন প্যাটারসন। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৩ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Ktd0M8
April 23, 2020 at 03:49AM
23 Apr 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top