মুম্বাই, ১৯ এপ্রিল - বলিউডে দুটি কাপুর বাড়ির প্রভাব দারুণ। এক কাপুর বাড়ির সবচেয়ে বড় দুই তারকা অনিল কাপুর ও শ্রীদেবী। বলিউডের নামজাদা প্রযোজক বনি কাপুরের স্ত্রী শ্রীদেবী আর ছোট ভাই অনিল। বংশ পরম্পরায় অনিলের মেয়ে সোনম ও বনির মেয়ে জাহ্নবীও সিনেমায় নাম লিখিয়েছেন। এ বাড়িতে আরও এক তারকা আছেন। সঞ্জয় কাপুর। অন্যদের মতো করে অতোটক উজ্জ্বল হতে না পারলেও বেশ আশা জাগিয়েছিলেন তিনি। তবে কবে যে তিনি ক্যারিয়ার শুরু করলেন আর কবে যে বিদায় নিলেন, দর্শক তা টেরই পেলেন না। ১৯৮৯ সালে সঞ্জয় তার প্রথম ছবির শুটিং শুরু করেন। সে ছবির নাম প্রেম। দীর্ঘ ছয় বছর পর এটি মুক্তি পায়। এই দীর্ঘসূত্রিতার কারণ ছবির নায়ক সঞ্জয় কাপুরের সঙ্গে নায়িকা টাবুর প্রেম। ইন্ডাস্ট্রিতে নতুন দুই মুখ খুব অল্প সময়েই প্রেমে পড়ে যান। তবে হুট করেই তাদের সম্পর্কটা ভেঙ্গে যায় অন্য এক প্রযোজকের সঙ্গে টাবুর ঘনিষ্ঠতার জেরে। ফলে ফেঁসে যান প্রেম ছবির প্রযোজক বনি কাপুর। নায়ক-নায়িকা কেউ কারও মুখ দেখতেও রাজি নন। তাই শুটিং হয় না। বনি অনেক চেষ্টা তদবির করে ছবিটি শেষ করেছিলেন এ দুজনকে।তবে ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিলো। অর্থাৎ সুপার ফ্লপ নায়ক হিসেবেই যাত্রা হয়েছিলো সঞ্জয় কাপুরের। এন এইচ, ১৯ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2RNJs00
April 19, 2020 at 02:48AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন