ঢাকা, ১১ এপ্রিল - ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নিপুণ। ছোটপর্দাতেও অভিনয় করে সাফল্য পেয়েছেন৷ আজকাল অভিনয়ে তেমন নিয়মিত নন। মনোযোগী হয়েছেন ব্যবসাতে। প্রসাধনী ও লাইফস্টাইলকেন্দ্রিক ব্যবসাপ্রতিষ্ঠান টিউলিপ নেইলস অ্যান্ড স্পা পরিচালনা করছেন তিনি। দেশের করোনা পরিস্থিতির কারণে কর্মীদের অগ্রিম বেতন দিয়ে প্রতিষ্ঠানটি বন্ধ করে রেখেছেন তিনি। নিজের ব্যবসা প্রতিষ্ঠানের কর্মীদের নিয়মিত খোঁজ খবরও রাখছেন। এবার পুলিশের পাশে দাঁড়ালেন এই অভিনেত্রী। করোনা সংক্রমণ রোধে মানুষকে সচেতন ও ঘরে থাকা নিশ্চিত করাসহ দেশের নানা জায়গায় নানা বিষয়ে কাজ করছে পুলিশ বাহিনী। গতকাল পবিত্র শবে বরাতের রাতেও তারা তাদের দায়িত্ব পালন করেছেন। করোনাভাইরাসের প্রকোপে দুর্যোগময় পরিস্থিতিতে পুলিশের জন্য রান্না করে খাবার পাঠালেন চিত্রনায়িকা নিপুণ। নিপুণ তার ভেরিফায়েড ফেসবুক পেজে কিছু ছবি পোস্ট করে ক্যাপশন লিখেন, কাল ছিল শবে বরাত। এই পুলিশ ভাইরা এখন বাড়ি থেকে অনেক দূরে। তাই বনানী থানার ৭০ জন পুলিশের জন্য আমার সামান্য আয়োজন। আল্লাহ আপনি সবাইকে ভালো রাখুন। সুস্থ রাখুন। আমিন। এন এইচ, ১১ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Xy6awV
April 11, 2020 at 04:55AM
11 Apr 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top