নয়াদিল্লী, ১২ এপ্রিল - করোনাভাইরাসের কারণে যেন আর্থিকভাবে কোন খেলোয়াড়কে বিপাকে পড়তে না হয়, তাই দারুণ এক উদ্যোগ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। গোটা দেশে চলমান লকডাউনের মধ্যেই পরিশোধ করে দিয়েছে কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের বকেয়া পারিশ্রমিক। সাধারণত চার কিস্তিতে ক্রিকেটারদের বাৎসরিক পারিশ্রমিক পরিশোধ করে থাকে বিসিসিআই। লকডাউনের কারণে অনিশ্চিত হয়ে পড়েছিল চলতি বছরের প্রথম দফার পারিশ্রমিক। তবে এর মধ্যেই বিরাট কোহলি-রোহিত শর্মাদের চুক্তির ২৫ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করা হয়েছে বোর্ডের পক্ষ থেকে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্মকর্তা সংবাদ সংস্থাকে জানিয়েছেন এ তথ্য। সংকটময় পরিস্থিতিতে বোর্ড সবসময় ক্রিকেটারদের পাশেই থাকবে- এমন নির্ভরতার কথাও জানিয়েছেন তিনি। সেই কর্মর্কতা বলেন, গত ২৪ মার্চ থেকে লকডাউন ঘোষণা করা হলেও, যেকোন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল বিসিসিআই। বোর্ডের চুক্তিবদ্ধ খেলোয়াড়দের যে কোয়ার্টারলি কিস্তিতে পারিশ্রমিক দেয়া হয়, সেটি দেয়া হয়েছে। একইসঙ্গে জাতীয় দল এবং এ দলের হয়ে খেলা সব ম্যাচে ম্যাচফিও পরিশোধ করে দেয়া হয়েছে। করোনার এ সময়ে এমন কাজের মাধ্যমে ব্যতিক্রম এক উদাহরণই তৈরি করল বিসিসিআই। কেননা এরই মধ্যে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের বলে দেয়া হয়েছে বেতন কাটার ব্যাপারে মানসিক প্রস্তুতি নিয়ে রাখতে। এছাড়াও বোর্ডের নন প্লেয়িং কর্মচারীদের মধ্যে অনেকের চাকরি আপাতত স্থগিত করে রাখা হয়েছে। তবে ভারতীয় বোর্ডের এমন পরিস্থিতি আসবে না বলেই জানিয়েছেন সেই কর্মকর্তা। তাই যেকোন পরিস্থিতি মোকাবিলায় ক্রিকেটারদের সঙ্গেই থাকার কথা বলেন তিনি। তবে আইপিএল পুরোপুরি বাতিল হয়ে গেলে বোর্ডের ক্ষতির পরিমাণ অনেক বেড়ে যাবে- এমন শঙ্কার কথাই জানিয়েছেন তিনি। একটা ক্রিকেট বোর্ড তার খেলোয়াড়দের চুক্তি সাময়িক স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া বেতন কাটার কথা আলোচনা হচ্ছে সবখানে। তবে আমি বিশ্বাস করি, নিজেদের খেলোয়াড়দের যত্ন নেয়ার সামর্থ্য বিসিসিআইয়ের আছে। কোন আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটারকেই বিপাকে পড়তে হবে না। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১২ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3b6QoNi
April 12, 2020 at 02:27AM
12 Apr 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top