মুম্বাই, ০২ এপ্রিল - করোনা ভাইরাসের আক্রমণে বিপর্যস্ত সারা দুনিয়া। বেশ কয়েকটি দেশের মতো এ ভাইরাসের সংক্রমণ কমাতে ভারতে চলছে লকডাউন। এতে করে দৈনিক মজুরিতে কাজ করা শ্রমিকসহ রাস্তার পাশে থাকা মানুষদের অন্ন সংস্থানে দেখা দিচ্ছে সংকট। এসময় অন্নহীনদের মুখে খাবার তুলে দেয়ার দায়িত্ব নিলেন অভিনেতা আলি ফজল। নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন আলি ফজল। সেখানে দেখা যাচ্ছে, কমিক চরিত্র ব্যাটম্যানের মতো পোশাক পরে, মুখে মাস্ক লাগিয়ে গাড়ি চালিয়ে বেড়াচ্ছেন আলি। করোনা ভাইরাস যেখানে মারণ থাবা বসিয়েছে, সেখানে কোনো মানুষ যাতে অভুক্ত না থাকে তার জন্য উদ্যোগ নিয়েছেন আলি। মুম্বাইয়ের ভিল পার্লের পাশে পেট্রোল পাম্পসহ একাধিক জায়গায় ঘুরে বেড়িয়ে দুঃস্থদের খাবার বিতরণ করছেন আলি। তবে ভক্তরা যাতে তাকে দেখে এক জায়গায় জড়ো না হন, তার জন্যই ব্যাটম্যানের সাজে সামনে আসেন আলি। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ভিডিও প্রকাশ করতেই রিচা চাড্ডা সেখানে ভালবাসা প্রকাশ করেন। রিচার পাশাপাশি মান্যতা দত্ত, নিমরত কউরও সেখান আলিকে এগিয়ে য়াওয়ার জন্য উৎসাহ দিতে শুরু করেন। দেখুন ভিডিও : View this post on Instagram Jisse darte thhey wohi baat ho gayi!!!! Aahh haa haa haaaaahaaaaaaa...... couldn’t muster up the courage to face the wrath outside. Called up the DCs to help out. We’ve collected some stuff to send to vile parle. Near number 5 petrol pump there are a lot of people in desperate need for food. Music is mine. Any others out there??? Keep doing the work..chhota bada doesn’t matter. A post shared by ali fazal (@alifazal9) on Mar 30, 2020 at 9:37pm PDT এন এইচ, ০২ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3dMskRB
April 02, 2020 at 03:39AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন