কলকাতা, ১৮ এপ্রিল - করোনায় থমকে গেছে পৃথিবী। থমকে গেছে সব। বন্ধ হয়েছে সিনেমা-নাটকের শুটিংও। ঘরে অবস্থান করতে হচ্ছে সিনেমার কলাকুশলীদের। ফলে কর্মহীন হয়ে ঘরে বসে থাকা কলাকুশলীদের আর্থিক সাহায্য দিতে একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি তৈরি করেছেন পশ্চিমবঙ্গের প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীরা। ছবিটির নাম ঝড় থেমে যাবে একদিন৷ এটি পরিচালনা করছেন অরিন্দম শীল। সঙ্গে রয়েছেন পদ্মনাভ দাশগুপ্ত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ভাবনায় নির্মিত হয়েছে ১২ মিনিট ৫৪ সেন্ডের এই চলচ্চিত্রটি। মঙ্গলবার সন্ধ্যায় চলচ্চিত্রটি ইউটিউব ও ফেইসবুকে মুক্তি পেয়েছে। চলচ্চিত্র মমতার লেখা গানে কন্ঠ দিয়েছেন কবীর সুমন। নিজেদের ঘর থেকেই চলচ্চিত্রের দৃশ্যধারণ করেছেন কলকাতার তারকারা। এতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, কোয়েল মল্লিক, শুভশ্রী গাঙ্গুলি, আবির চট্টোপাধ্যায়, রুক্মিণী মৈত্র, পরমব্রত চট্টোপাধ্যায় এবং পরাণ বন্দ্যোপাধ্যায়-এর মতো অভিনয়শিল্পীরা। এবার ছবিটির আয়ের হিসেবে দিলেন নির্মাতা অরিন্দম শীল। তিনি জানান, এরই মধ্যে ঝড় থেমে যাবে একদিন সিনেমাটি থেকে ৪০ লক্ষ টাকা আয় হয়েছে। ২ দিনের মধ্যে ৫ লক্ষ ভিউ হয়েছে ছবিটির। অরিন্দম শীল বলেন, এই ছবিটা থেকে আমরা ৫০ লক্ষ টাকা তুলতে চাইছিলাম। সেটার মধ্যে প্রায় ৪০ লক্ষের মতো টাকা উঠে এসেছে। টালিউডের কলাকুশলীদের জন্য কোটি টাকার ফান্ড করা হচ্ছে। যার মধ্যে আগেই প্রায় ৫৩ লক্ষ টাকা উঠে গিয়েছিল। সিনেমা থেকে আয় হলো ৪০ লাখ। ক্যামেলিয়া গ্রুপের এন আর দত্ত ১০ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান অরিন্দম। এন এইচ, ১৮ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2KdEoOn
April 18, 2020 at 04:46AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন