ঢাকা, ১৬ এপ্রিল - করোনাভাইরাস সংক্রমণ দিনকে দিন বেড়েই চলেছে। বাড়ছে প্রাণনাশের ঘটনাও। এই মহামারির কারণে শেষপর্যন্ত অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল ঢাকার ক্লাব ক্রিকেটের মূল ও একমাত্র ওয়ানডে আসর প্রিমিয়ার লিগ। ঢাকা প্রিমিয়ার লিগের আয়োজক ও ব্যবস্থাপক সিসিডিএম আজ (বুধবার) দুপুরেই এ সিদ্ধান্ত নিয়েছে। সিসিডিএম সদস্য সচিব আলী হোসেন জানিয়েছেন, করোনা পরিস্থিতি খুব জটিল। এরকম অবস্থায় লিগ আয়োজন বা সহসা শুরুর সম্ভাবনা কোনটাই নেই। তাই আমরা ক্লাবগুলোর সঙ্গে কথা বলে লিগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। প্রসঙ্গত, গত ১৭ মার্চ এক রাউন্ড হয়েই বন্ধ হয়ে গেছে প্রিমিয়ার লিগ। প্রাথমিকভাবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন সাময়িকভাবে বন্ধ হলেও লিগ কোনভাবেই ১৫ এপ্রিলের আগে শুরু হবে না। আজ সেই ১৫ এপ্রিল। কিন্তু এখনকার অবস্থা আরও জটিল। চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, স্পেনের মত বাংলাদেশের আনাচে কানাচেতেও ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। প্রতিদিন শখানেকের ওপর করোনা রোগী শনাক্ত হচ্ছেন। এরকম অবস্থায় লিগ শুরুর প্রশ্নই ওঠে না। কাজেই লিগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ না করে উপায়ও নেই। সে কথা স্বীকার করে সিসিডিএম সদস্য সচিব আলী হোসেন বলেন, এখন করোনা যেভাবে ছড়িয়ে পড়েছে, গোটা দেশে বিস্তৃত হয়েছে, তাতে করে প্রিমিয়ার লিগ কেন যেকোন সমাগম, সমাবেশ করার প্রশ্নই আসে না। সরকারিভাবে নিষেধাজ্ঞা আছে। রাস্তাঘাটে মানুষ চলাও নিষেধ। জীবনের স্বার্থেই এখন ঘরে থাকা নিরাপদ। সারাবিশ্বের সব দেশের মত আমাদের বাংলাদেশেও সরকারিভাবে সবাইকে যতটা সম্ভব ঘরে থাকার জন্য ছুটি দেয়া হয়েছে। তিনি আরও বলেন, এরকম অবস্থা কতদিন চলবে? করোনার ভয়াল রুপ কতদিনে শান্ত হবে? সারাবিশ্ব ও বাংলাদেশ কবে নাগাদ করোনা মুক্ত হবে?- এটা এখন কারও পক্ষেই আগাম বলা সম্ভব নয়। তাই এ অবস্থায় আমরা ক্লাবগুলোকে জানিয়ে দিয়েছি, প্রিমিয়ার লিগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত। কোন সময়সীমা নেই। কবে শুরু হবে কিংবা আদৌ হবে কি না?- এখন কোনরকম পূর্বাভাস দেয়া সম্ভব নয়। তাই অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে। পরিবেশ-পরিস্থিতি স্বাভাবিক হলে তখন বসে ঠিক করা যাবে কবে নাগাদ শুরু হবে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৬ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2VwYhVJ
April 16, 2020 at 02:40AM
16 Apr 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top