ক্যানবেরা, ১৩ এপ্রিল - করোনাভাইরাস পুরো পৃথিবীর জীবনযাত্রা স্থবির করে দিয়েছে। ক্রীড়াজগতও এতে আক্রান্ত। ইতিমধ্যে অনেক বড় বড় ইভেন্ট স্থগিত বা বাতিল হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে সামনের টুর্নামেন্টগুলোরও পরিণতি একই হবে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং লাভজনক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলও পড়েছে করোনার কবলে। গত ২৯ মার্চ শুরু হওয়ার কথা ছিল টুর্নামেন্টটি। করোনার কারণে সেটা ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে। নতুন তারিখেও শুরু হওয়ার সম্ভাবনা নেই বলতে গেলে। সেক্ষেত্রে অক্টোবরের দিকে একটা জায়গা খুঁজছে আয়োজকরা। কিন্তু ওই সময়টায় আবার অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইপিএলের জন্য কি বিশ্বকাপের মতো আসর বিসর্জন দিতে হবে? যেহেতু লাভের হিসেবটা আইপিএলেই বেশি। ক্রিকেট বিশ্বের অনেক বড় তারকাও আইপিএলকেই সমর্থন করছেন। যেমনটা করলেন গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ান অলরাউন্ডারের ঘরের মাঠে হওয়ার কথা বিশ্বকাপ, কিন্তু তিনিও মনে করছেন, দর্শকবিহীন খেলা হলে আইপিএলটাই হওয়া উচিত। ম্যাক্সওয়েল বলেন, অবস্থা যেমন দাঁড়িয়েছে। এখানে (অস্ট্রেলিয়ায়) দর্শক পাওয়া আমাদের জন্য কঠিন হবে। মানুষ যদি মাঠেই না আসে, তাহলে এটা কিসের বিশ্বকাপ! তাই আমি সামনে এটা হওয়ার সম্ভাবনা দেখছি না। আমাদের অবশ্যই সবার স্বাস্থ্য এবং ভালো থাকার বিষয়টিতে নজর রাখতে হবে। তবে শূন্য গ্যালারিতে বিশ্বকাপ না হলেও আইপিএল হতে পারে, এমনটাই মনে করেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। তিনি বলেন, আমার মনে হয় যদি আইপিএল হয়, তবে দর্শক না থাকলেও কিছু হবে না। তবে এখানে দর্শক ছাড়া বিশ্বকাপ হওয়া সম্ভব বলে আমি মনে করি না। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৩ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2xoAS0E
April 13, 2020 at 04:10AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন