ইসলামাবাদ, ১১ এপ্রিল - করোনা ভাইরাসের প্রকোপে মার্চের পর থেকে ক্রিকেট ম্যাচ মাঠে গড়ায়নি। যেভাবে ভাইরাসের সংক্রমণ বেড়ে চলেছে, তাতে কবে আবারও খেলা হবে সেই নিশ্চয়তাও দেয়া যাচ্ছে না। ইতিমধ্যে বিশ্বজুড়ে প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন এক লাখের মতো মানুষ। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৬ লাখ। ভাইরাসের বিস্তার ঠেকাতে বেশিরভাগ দেশই লকডাউন করে দেয়া হয়েছে। সীমান্তও বন্ধ। এই অবস্থায় আন্তর্জাতিক কোনো টুর্নামেন্ট আয়োজন করা তো অসম্ভবই। এশিয়া কাপও আর দশটা টুর্নামেন্টেনর মতো পড়ে গেছে অনিশ্চয়তায়। যদিও হাতে এখনও যথেষ্ট সময় আছে। আগামী সেপ্টেম্বরে শুরু হওয়ার কথা টুর্নামেন্টটি। তাই এখনই একে বাতিলের খাতায় ফেলে দেয়া যাচ্ছে না। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নিয়ম অনুসারে এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরমেটে। বছর কয়েক আগে সিদ্ধান্ত হয়েছে, এশিয়া কাপ প্রতি দুই বছর পর পর অনুষ্ঠিত হবে এবং এর ফরমেট নির্ধারণ হবে আইসিসির পরের ইভেন্টের সঙ্গে মিলিয়ে। সেই হিসেবে ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সঙ্গে মিলিয়ে এবারের এশিয়া কাপ ছোট ফরমেটে। এবারের টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আপত্তিতে পাকিস্তান থেকে সরিয়ে নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে আসরটি আয়োজনের সিদ্ধান্ত হয়েছিল। তবে ফরমেট কিংবা ভেন্যুর সিদ্ধান্ত যত সহজে নেওয়া গেছে, এশিয়া কাপ আয়োজন আদতেই এবার সম্ভব হবে কি না, সে সিদ্ধান্ত কিন্তু এত সহজে নেওয়া যাচ্ছে না। অবশেষে এই ইস্যুতে মুখ খুললেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি এহসান মানি। এহসান মানি বলেন, এশিয়া কাপ ঘিরে অনিশ্চয়তা আছে। তবে কোনো সিদ্ধান্তই হয়নি। পুরো বিশ্বই তো এখন অনিশ্চিত একটা অবস্থায়। আপনি বলতে পারবেন না সেপ্টেম্বরে কি হবে। আমাকে ভুল বুঝবেন না। এটা আসলে অনেকগুলো বিষয়ের ওপর নির্ভর করছে। শুধু জল্পনা কল্পনায় কিছু হবে না। হয়তো এই পরিস্থিতি এক মাসের মধ্যেও ঠিক হয়ে যেতে পারে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১১ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2yaTKA7
April 11, 2020 at 02:53AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন