একটি গান জনপ্রিয় হলে সেই গানের শিল্পীর নামই সবার জানা হয় বেশি। গানটির পেছনের মানুষরা খুব একটা আলোচনা বা পরিচিতি পান না। সে তুলনায় গীতিকাররা একটু বেশিই অবহেলিত হন। সেটা যেমন গান লেখার সম্মানীতে তেমনি প্রতিষ্ঠানেও। কিন্তু ইংরেজ গায়ক পল ম্যাককার্টনির জনপ্রিয় হেই জুড গানের কথার বেলায় ঘটলো বিরল ঘটনা। গানটির কথা বিক্রি হলো ৯ লাখ ১০ হাজার মার্কিন ডলার বা ৭৩ লাখ টাকায়। খাতার পাতায় হাতে লেখা ওই গানের কথা শুক্রবার নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। নিলাম সংস্থা জুলিয়েন্সের অকশনের পক্ষ থেকে জানানো হয়েছে, গানটির কথার বাস্তবিক যা মূল্য সেটি তার চেয়েও প্রায় নয়গুণ বেশি দামে বিক্রি হয়েছে। এই নিলামের আগে জুলিয়েন্স অকশনের পক্ষ থেকে সঙ্গীত বিশেষজ্ঞ জেসন ওয়াটকিন্স বলেন, এই গানটির সঙ্গে সবাই পরিচিত। বিশ্ব সঙ্গীতকে সমৃদ্ধ করেছে এ গান। তাই এটি নিয়ে সবার আগ্রহ। এই হাতে লেখা গানের কথা গানটি যখন স্টুডিওতে তৈরি হয়েছিল তখন গাইড লাইন হিসেবে ব্যবহৃত হয়েছিল। এটা দামি একটি জিনিস। এন এইচ, ১২ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2V2E7UD
April 12, 2020 at 03:48AM
12 Apr 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top