কলকাতা, ১৯ এপ্রিল - প্রয়াত চলচ্চিত্রকার দিলীপ বিশ্বাসের পুত্র দেবাশীষ বিশ্বাস নির্মাণ করেছিলেন শ্বশুরবাড়ি জিন্দাবাদ নামের ছবি। রিয়াজ-শাবনূর জুটি অভিনীত সেই সিনেমা দর্শকের মন ভরিয়েছে। ছবিটি রিমেক হয়েছিলো কলকাতাতেও। সেখানে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি। বাংলাদেশের মতো কলকাতাতেও ছবিটি সুপারহিট হয়। সেই ছবির সাহায্যেই এবার সবাইকে ঘরে থাকার অনুরোধ জানালেন নায়ক প্রসেনজিৎ চ্যাটার্জি। প্রায় ২০ বছর আগের শ্বশুরবাড়ি জিন্দাবাদ নিয়ে এই লকডাউনের বাজারে সিনেমাটির প্রযোজনা সংস্থা একটি টুইট করেছে। তাতে লেখা ছিল শ্বশুরবাড়ি নয়, নিজের বাড়ি জিন্দাবাদ। আর এই স্লোগানে সিলমোহর দিয়েছেন বুম্বাদা। তিনি টুইটটি শেয়ার দিয়ে লিখেছেন, নিজের বাড়ি সবসময় ভালো। সেই সঙ্গে সকলের জন্য বার্তাও দিয়েছেন, বাড়িতে থাকুন সুস্থ থাকুন। এন এইচ, ১৯ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2xJ9nim
April 19, 2020 at 04:09AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top