করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল যেন থামতেই চাইছে না। প্রাণঘাতী এ ভাইরাস এখন পর্যন্ত সারা বিশ্বে এক।লাখেরও বেশি প্রাণ কেড়ে নিয়েছে। সেই তালিকায় আছেন বিশ্ব নন্দিত অনেক তারকা। এবার কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে চলে গেলেন কৌতুক শিল্পী টিম ব্রুক টেলর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। জানা গেছে, ১২ এপ্রিল টিম-এর ম্যানেজার জানিয়েছেন- করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কৌতুক অভিনেতা টেলরের। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন জনপ্রিয় এই অভিনেতা। এ ভাইরাসের থাবায় রোববার শেষ পর্যন্ত প্রাণ চলে যায় টিম ব্রুক টেলরের। টেলিভশনের পাশাপাশি থিয়েটারেও যথেষ্ঠ জনপ্রিয় ছিলেন টিম ব্রুক টেলর। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। প্রসঙ্গত, এর আগে করোনা প্রাণ কেড়েছে একের পর এক অভিনেতা, গায়কের। যার মধ্যে হিলারি হিথ, অ্যাডাম স্কলেঞ্জার, অ্যালেন গারফিল্ড, জন প্রিন, লি ফিয়েরো-সহ একাধিক নাম রয়েছে। এন এইচ, ১৪ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/34AHWDm
April 14, 2020 at 04:39AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top