ঢাকা, ০৭ এপ্রিল - করোনাভাইরাসের কারণে সরকার সব কিছু বন্ধ ঘোষণার পর যে সব দিনমজুর একবেলার খাবার সংগ্রহ করতে হিমশিম খাচ্ছেন তাদের জন্য এক সপ্তাহেরও বেশি সময় ধরে খাবার সরবরাহ করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রতিদিন দুপুরে তারা ৩০০ অসহায় মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেন। বাফুফের এই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে, সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস। তারা লন্ডন থেকে বাফুফের মাধ্যমে অসহায়দেরকে একবেলার খাবারের ব্যাবস্থায় সম্পৃক্ত হয়েছেন। এবার বাফুফের এ উদ্যোগের সম্পৃক্ত হলেন জাতীয় দল এবং আবাহনী কৃতি মিডফিল্ডার সোহেল রানা। (সোমবার) তার উদ্যোগেই বাফুফে দুপুরে ৩০০ জনকে খাদ্য সরবরাহ করেছে। জাতীয় দলের এই মিডফিল্ডার এক ভিডিও বার্তায় সবাইকে দুশ্চিন্তা না করে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেছেন, কেউ দুশ্চিন্তা করবেন না। নামাজ পড়বেন এবং নামাজ পড়ে সবার জন্য দোয়া করতে হবে। আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন। আমি চেষ্টা করেছি আমার সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষদের পাশে থাকতে। আপনারও চেষ্টা করবেন অসহায় মানুষদের পাশে থাকার। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৭ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3bUP9ki
April 07, 2020 at 04:20AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন