ঢাকা, ২৮ এপ্রিল - করোনাভাইরাসের প্রকপে অসহায় হয়ে পড়েছে মানুষ। সারা দেশে করোনায় আক্রান্ত রোগির সংখ্যা ৫ হাজার ৯১৩। এর মধ্যে মারা গেছেন ১৫২জন। ঘরবন্দি হয়ে সময় কাটাচ্ছেন মানুষ। এই সময় ঢাকাই সিনেমার অসচ্ছল শিল্পী ও দিনমজুর ৩ হাজারেও অধিক পরিবারকে খাবার পৌঁছে দিয়েছেন নায়ক, প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিল। এবার সহকারী পরিচালক সমিতি ও ড্রেসম্যান সমিতির পাশে দাঁড়ালেন অনন্ত। সম্প্রতি সহকারী পরিচালক সমিতির সাধারণ সম্পাদক ও ড্রেসম্যান সমিতির নেতা সাহায্য নিয়ে এসেছে অনন্ত জলিলের কাছে। এই দুই সংগঠনের প্রায় ৮০ জন সদস্যের জন্য খাবার পাঠালেন নায়ক। অনন্ত জলিল বলেন, আমরা বলি চলচ্চিত্র একটাই পরিবার, আসলে চলচ্চিত্র একটা পরিবার না। চলচ্চিত্রের এত সংগঠন না হয়ে যদি বাংলাদেশ চলচ্চিত্র নামে একটা সংগঠন হতো তাহলে যেকোনো সমস্যার সমাধান সহযে করা যেত। বড় সংগঠনগুলো যেভাবে সহযোগীতা নিতে পারেন, ছোট সংগঠনগুলো নিতে পারে না। আমি চলচ্চিত্রের প্রায় ২০টি সংগঠনকে সহযোগীতা করেছি এরই মধ্যে। সম্প্রতি সহকারী পরিচালক সমিতি ও ড্রেসম্যান সমিতি আমার কাছে এসেছিলো। আমি চেষ্টা করেছি তাদের পাশে থাকার। অনন্ত আরও বলেন, এই দূর্দিনে মানুষের পাশে দাড়ানো মহত কাজ। এই কাজে যদি আমরা সামিল হয় তাহলে আল্লাহও এর প্রতিদান দিবেন। সবাই সুন্দরভাবে রোজা পালন করুন। মাহে রমজানের শুভেচ্ছা। এন এইচ, ২৮ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/359t0fU
April 28, 2020 at 04:56AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top