না ফেরার দেশে পারি জমালেন নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের দুই সাবেক ক্রিকেটার। ৬৪ বছর বয়সে মারা গেছেন নিউজিল্যান্ডের হার্ডহিটিং উইকেটরক্ষক ব্যাটসম্যান জক এডওয়ার্ডস। অন্যদিকে সাবেক ইংলিশ অলরাউন্ডার পিটার ওয়াকারের মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৪ বছর। এডওয়ার্ডস নিউজিল্যান্ডের হয়ে ৬টি টেস্ট এবং ৮টি ওয়ানডে খেলেছেন। মারকুটে ব্যাটিংয়ের জন্য তার আলাদা পরিচিতি ছিল। ১৯৭৪ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত ৬৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। তার মৃত্যুর কারণ অবশ্য জানা যায়নি। এদিকে ইংল্যান্ড এবং গ্ল্যামারগনের সাবেক অলরাউন্ডার পিটার ওয়াকার মারা গেছেন স্ট্রোক করে। ১৯৬০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংলিশদের হয়ে ৩টি টেস্ট খেলেন তিনি। প্রতিবারই জিতেছে তার দল। প্রথম শ্রেণির ক্যারিয়ারের পুরোটাই গ্ল্যামারগনে কাটিয়েছেন ওয়াকার। পরে ক্লাবটির প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পেয়েছিলেন। বিবিসি টিভিতে উপস্থাপক হিসেবেও কাজ করেছেন। ১৯৫৬ থেকে ১৯৭২ সাল পর্যন্ত গ্ল্যামারগনের হয়ে ৪৬৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ওয়াকার। অলরাউন্ডার পরিচয়ের সঙ্গে ভালো ফিল্ডার হিসেবে আলাদা সুনাম ছিল। পুরো ক্যারিয়ারে ৬৫৬টি ক্যাচ নিয়েছেন ওয়াকার, যার বেশিরভাগই ছিল স্লিপ আর শর্ট লেগে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৭ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Xg98pq
April 07, 2020 at 02:41AM
07 Apr 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top