ইসলামাবাদ, ০২ এপ্রিল - করোনাভাইরাসের কারণে লকডাউনে পুরো বিশ্ব। এর মধ্য থেকে বাদ নেই পাকিস্তানও। করোনার কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। স্থগিত হয়ে গেছে বাংলাদেশের পাকিস্তান সফরও। ঘরোয়া-আন্তর্জাতিক সব মিলিয়ে পাকিস্তানে ক্রিকেট পুরোপুরি বন্ধ। বন্ধের এই সময়টাতে ক্রিকেটারদের ফিটনেস নিয়ে খুব বেশি চিন্তিত হয়ে পড়েছেন পাকিস্তানের প্রধান কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ-উল হক। তবে, তিনি স্থবির সময়টাকে ইতিবাচক কাজে লাগানোর জন্য পরামর্শ দিয়েছেন পাকিস্তানের ক্রিকেটারদের। বলে দিয়েছেন, সুযোগটাকে নিজেকে পুনরুজ্জীবিত করার জন্য কাজে লাগাও। নিজেকে পুনরুজ্জীবিত করার অর্থ কি? মিসবাহ নিজেই সে ব্যখ্যা দিয়ে দিলেন। তিনি জানিয়ে দিয়েছেন, বিরতি পড়া সময়টাতে খেলোয়াড়রা যাতে নিজেদের ব্যাটারিকে রিচার্জ করার কাজে লাগাতে পারে, সে ব্যবস্থা করে। কারণ, এখন যেহেতু অখন্ড অবসর। কাজের চাপ নেই। সুতরাং, এই সময় মানসিক শক্তি বৃদ্ধি, ঘরের মধ্যে ব্যক্তিগত জিম এবং অনুশীলনের মাধ্যমে যেন ফিটনেস ঠিক থাকে সে বিষয়ে নজর দিতে ক্রিকেটারদের প্রতি আহ্বান জানালেন পাকিস্তানের প্রধান কোচ। এতে করে করোনাভাইরাস পরবর্তী সময়ে যখন ক্রিকেট আবার মাঠে ফিরবে তখন যেন ক্রিকেটাররা নিজেদের পূর্ণ উদ্যমে মাঠে ফিরিয়ে আনতে পারে, সেভাবে তৈরি থাকার নির্দেশ দিলেন তিনি বাবর আজম, আজহার আলিদের। ক্রিকইনফোকে দেয়া সাক্ষাৎকারে মিসবাহ বলেন, সামনে এগিয়ে যেতে হবে। আমি মনে করি, খেলোয়াড়রা মানসিকভাবে কি চিন্তা করছে, সেটা খুব গুরুত্বপূর্ণ। আমি জোরালোভাবে বিশ্বাস করি, যেন ক্রিকেটাররা সব সময় ইতিবাচক চিন্তা করে এবং ইতিবাচকভাবেই সময় পার করে। অবশ্যই এটা খুব কঠিন সময়। তবে, আমি মনে করি বিরতির এই সময়টাতে নিজেকে পুনরুজ্জীবিত করার কাজে নিয়োজিত করাই হবে ক্রিকেটারদের জন উত্তম কাজ। অনেক ক্রিকেটার ছিল, যারা টানা খেলে যাচ্ছিল। তাদের জন্য এমনিতেই একটা বিশ্রাম প্রয়োজন ছিল। ক্রিকেটারদের এ ব্যপারে জোর তাগিদ দেবেন বলেও জানান মিসবাহ। তিনি বলেন, আমি সব ক্রিকেটারের সঙ্গে কথা বলবো এবং তাদের মনের মধ্যে এই ধারণা দিয়ে দেবো যে, তোমরা অবশ্যই নিজেদের বেসিকস যেন ভুলে না যাও। তোমাদের স্কিল এবং খেলা যেন নিজেদের সঙ্গে থাকে, যেন হারিয়ে না যায়। নিজেদের বিশ্লেষণ করার এখনই সময়। আমি পরামর্শ দেবো, তারা যেন নিজেদের খেলার ভিডিও দেখে সেগুলো পর্যালোচনা করে এবং একটা ফিডব্যাক তৈরি করে। আমি তাদের কাছ থেকে সেই ফিডব্যাক নেবো। আমি চাই, এই বিরতিটা তাদের মধ্যে যেন আরো ভালো খেলার জন্য ক্ষুদা তৈরি করে। তারা যেন ক্রিকেটে ফিরে আসার পর নিজেদের অন্তর দিয়ে খেলতে চাইতে পারে, সেটা যেন ঠিক রাখে। বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা পুরোপুরি অনুশীলন থেকে দুরে। তাদের সামনে অনুশীলনের কোনো সুবিধাও নেই। সবকিছু পুরোপুরি বন্ধ। এ কারণে তাদের উদ্যমও কমে আসার সম্ভাবনা দখা দিয়েছে। মিসবাহ জানালেন, খেলোয়াড়দের মাঠের ভেতর এবং বাইরে কি কাজ, সেগুলো জানা থাকা জরুরি। মিসবাহ বলেন, অবশ্যই আমাদের অনুশীলন প্রয়োজন এবং এটা হচ্ছে খেলারই একটা অবিচ্ছেদ্য অংশ। কিন্তু (এই পরিস্থিতি সত্ত্বেও) যখন আপনি নিজের বেসিকস সম্পর্কে জানবেন, দখন আপনি আপনার উচ্চতায় চালিয়ে নিতে পারবেন। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০২ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3aDsN6u
April 02, 2020 at 03:23AM
02 Apr 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top