মুম্বাই, ২০ এপ্রিল - লকডাউনে এখন অলস সময় কাটছে সবার। ঘরে বন্দী হয়ে একঘেয়েমির জীবনে কিছুটা বৈচিত্রতা আনতে অনেকেই লাইভ আড্ডাকে বেছে নিচ্ছেন। তেমনি করে অভিনেত্রী শ্রিয়া সরণ এসেছিলেন লাইভে। সেখানে তিনি অশ্লীল সব মন্তব্যের শিকার হলেন। অসাধারণ নাচ, ফিট ফিগার এবং আবেদনময়ী অভিনেত্রী হিসেবে সুনাম আছে শ্রিয়ার। এ নায়িকা বরাবরই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। সম্প্রতি নিজের ইনস্টা অ্যাকাউন্টে লাইভে বসেছিলেন।সেখানেই হেনস্তা হলেন তিনি। জানা গেছে, লাইভ চলাকালীন, এক ফ্যান শ্রিয়াকে লেখেন, তোমার স্তনগুলি দারুণ। শ্রিয়া এমন কমেন্টের কোনো উত্তরই দেননি। কিন্তু তার স্বামী আন্দ্রেই কোসচিভ দারুণ জবাব দিয়ে ঘুরিয়ে দিয়েছেন খেলা। আন্দ্রেই নিজেও ছিলেন ওই লাইভ প্রশ্নোত্তর পর্বে। আন্দ্রেই ওই কমেন্টের পাল্টা লেখেন, আমিও আপনাদের সঙ্গে একমত, আরও কিছু লিখুন এ বিষয়ে। যদিও এরপর আর সাহস হয়নি ওই ভক্তের এমন ট্রলে এসে পাল্টা জবাব দেওয়ার। এন এইচ, ২০ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2XQeU1A
April 20, 2020 at 02:47AM
20 Apr 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top