ঢাকা, ২৫ এপ্রিল - ম্যাচে গোল না হলেই কোচের চোখ চলে যেতো ডাগআউটে বসা শাহাজউদ্দিন টিপুর ওপর। ইশারা দিতেন মাঠে নামার প্রস্তুতি নিতে। টিপু নামতেন, গোল করতেন, ম্যাচ জেতাতেন। বদলি হিসেবে মাঠে নেমে গোল করে করে ঢাকার ফুটবলের এক সময়ের এই স্ট্রাইকারের নামের সঙ্গে লেগে যায় সুপার সাব তকমা। এই টিপুর একমাত্র গোলেই ১৯৯৯ সালে কাঠমান্ডু সাফ গেমস ফুটবলের সেমিফাইনালে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। পরে ফাইনালে আলফাজের গোলে নেপালকে হারিয়ে বাংলাদেশ ফুটবলে প্রথম স্বর্ণ জেতে সাফ গেমসে। ফাইনালের নায়ক আলফাজ আহমেদ ওই ফাইনালের ১০ নম্বর জার্সি নিলামে তোলার আগ্রহ প্রকাশ করেছেন করোনাভাইরাসে অসহায় মানুষের পাশে দাঁড়াতে। একইভাবে ১৯৯৫ সালে মিয়ানমারে চারজাতি টুর্নামেন্ট জেতা অধিনায়ক প্রয়াত মোনেম মুন্নার জার্সিটিও নিলামে ওঠানোর আগ্রহ দেখিয়েছেন তার স্ত্রী সুরভী মোনেম। সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু ২০১৩ সালে কাঠমান্ডুতে ভারত ও আফগানিস্তানের মধ্যেকার সাফ চ্যাম্পিয়নশিপের বাঁশি বাজিয়েছিলেন প্রথম দক্ষিণ এশিয়ার রেফারি হিসেব। কয়েকদিন আগে তিনি ঘোষণা দিয়েছেন ওই জার্সিটি নিলামে ওঠানোর। ক্রিকেটার সাকিব আল হাসানের বিশ্বকাপের ব্যাটটি নিলালে বিক্রি হয়েছে ২০ লাখ টাকায়। নিলামে ব্যাট তুলতে চেয়েছেন আরেক ক্রিকেটার মুশফিকুর রহীম। মোহাম্মদ আশরাফুলও ঘোষণা দিয়েছেন তার রেকর্ড গড়া ব্যাট দুটি নিলামে তোলার। এসব খবর চোখে পড়েছে শাহজউদ্দিন টিপুর। তাইতো তার ১৯৯৯ সালের সাফ গেমসের ১৯ নম্বর জার্সিটি নিলামে ওঠানোর আগ্রহ প্রকাশ করেছেন তিনি। সন্ধ্যায় সিলেট থেকে ফোনে তিনি জার্সি বিক্রির আগ্রহের কথা জানিয়েছেন। জাতীয় দলের হয়ে খেলেছেন ২০০৮ সাল পর্যন্ত। ৬ বছরের মতো খেলেছেন আবাহনীতে। মোহামেডান, মুক্তিযোদ্ধা, ব্রাদার্স ও রহমতগঞ্জের জার্সিতেও ঢাকার মাঠ দাপিয়েছেন টিপু। বদলি হিসেবে হ্যাটট্রিক করার অভিজ্ঞতাও আছে তার। যুব ফুটবলে মালদ্বীপের বিরুদ্ধে বদলি হিসেবে নেমে হ্যাটট্রিক করেছিলেন মাত্র ৭ মিনিটে। ঘরোয়া লিগে আবাহনীর জার্সিতে বদলি হিসেবে নেমে হ্যাটট্রিক করেছিলেন ফরাশগঞ্জের বিরুদ্ধে ২০০৫ সালে। ওই লিগের দ্বিতীয় পর্বে সব ম্যাচেই গোল করেছিলেন টিপু। অল্পের জন্য সর্বোচ্চ গোলদাতা হওয়া হয়নি তার। ১৯৯৬ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত প্রথম বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রথম গোল করেছিলেন টিপু। আবাহনীর জার্সিতে তিনি গোল করেছিলেন মালয়েশিয়া লাল দলের বিরুদ্ধে। যে দলটি শেষ পর্যন্ত ট্রফি নিয়ে দেশে ফিরেছিল। বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রথম গোলদাতা হিসেবে ইতিহাসের পাতায় লেখা থাকবে তার নাম। ১৯৯৯ সালে কাঠমান্ডুতে অষ্টম সাফ গেমসের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ভারত। ইরাকি কোচ সামির শাকির আক্রমণভাগে রেখেছিলেন আলফাজ আহমেদ ও মিজানুর রহমান ডনকে। বদলি হিসেবে শাহাজউদ্দিন টিপুকে সাধারণত শেষ দিকেই নামাতেন কোচ। কিন্তু সেমিফাইনালে ইরাকি কোচ দ্বিতীয়ার্ধের শুরু থেকেই টিপুকে নামান ডনের পরিবর্তে। ৬৪ মিনিটে সুপার সাব টিপু গোল করেন ভারতের বিরুদ্ধে। বাকি সময় ওই গোল ধরে রেখে বাংলাদেশ উঠে যায় ফাইনালে। তারপর ফাইনালে আলফাজের দেয়া ৪৪ মিনিটের গোলে স্বাগতিক নেপালকে হারিয়ে সোনার হরিণ হয়ে যাওয়া সাফ গেমসের স্বর্ণের দেখা পায় লাল-সবুজ জার্সিধারীরা। দেশের এই দুঃসময়ে নিজের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশ দাঁড়াচ্ছেন অনেকে। শাহাজউদ্দিন টিপুও তার সাধ্যমতো দেশের অসহায় মানুষদের পাশে থাকতে চান। করোনাভাইরাসে যে সমস্যা তৈরি হয়েছে সেটা জাতীয় ইস্যু। আমি যে দেশের পতাকা বুকে নিয়ে খেলেছি, সেই দেশের অনেক মানুষ এখন খাদ্যের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন। তাই আমি সাফ গেমসে যে ১৯ নম্বর জার্সি গায়ে ভারতের বিরুদ্ধে গোল করে দেশকে ফাইনালে তুলেছিলাম ওই জার্সিটা বিক্রি করতে চাই। যা পাই তাতে অসহায় মানুষের যতটুকু উপকার হয় সেটাই হবে আমার দেশের মানুষের জন্য সামান্য কিছু করা- সিলেট থেকে বলছিলেন শাহাজউদ্দিন টিপু। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৫ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2xbS09W
April 25, 2020 at 04:43AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের সূচি প্রকাশ
07 Oct 20200টিঢাকা, ০৭ অক্টোবর- শ্রীলংকা সফর না হওয়ায় ঘরোয়া ক্রিকেট শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের মূল ক্...আরও পড়ুন »
বার্তামেউয়ের বিরুদ্ধে অনাস্থা ভোট!
07 Oct 20200টিবার্সেলোনার বোর্ড নির্বাচন আগামী মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা। ওই সময়ই ঠিক হওয়ার কথা জোসেপ মারিও বার্তা...আরও পড়ুন »
বেতন কাটা নিয়ে বার্সার আলোচনা শুরু
07 Oct 20200টিকরোনার কারণে গত মার্চ থেকে কমাস ফুটবল বন্ধ ছিল। এ সময় বড় ক্লাবসহ বিশ্বের অধিকাংশ ক্লাবই ফুটবলারদের ব...আরও পড়ুন »
অস্ট্রেলিয়া-ভারত গোলাপি বলের টেস্ট চূড়ান্ত
07 Oct 20200টিক্যানবেরা, ০৭ অক্টোবর- এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও ভারতের চার টেস্টের সিরিজ দিবারাত্রির ম্যাচ দিয়...আরও পড়ুন »
নারীর প্রতি মনোভাব বদলের ডাক মাশরাফীর
07 Oct 20200টিঢাকা, ৭ অক্টোবর- উদ্বেগজনক হারে বাড়ছে নারীর প্রতি সহিংসতার হার। সিলেটে এমসি কলেজসহ নোয়াখালীর বেগমগঞ্...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.