ঢাকা, ১০ এপ্রিল - করোনাভাইরাসের কারণে অনানুষ্ঠানিক লকডাউনের মধ্যে রয়েছে প্রায় গোটা দেশ। বন্ধ রয়েছে কল-কারখানা, ঘরের বাইরে বের না হতে দেয়া হয়েছে নির্দেশনা। এমতাবস্থায় স্বচ্ছল ও মধ্যবিত্ত পরিবারদের তেমন সমস্যা হচ্ছে না। তবে বিপাকে পড়েছে দুস্থ-অসহায় মানুষেরা। বিশেষ করে যারা দিন আনি দিন খাই করে বেঁচে থাকেন, তাদের এখন কোন কাজ নেই। ফলে ঘরে খাবারও নেই। এসব মানুষের পাশে দাঁড়াতে শুরু করেছে সমাজের সামর্থ্যবান মানুষেরা, এগিয়ে আসছে বিভিন্ন প্রতিষ্ঠান। এছাড়া সরকারের পক্ষ থেকেও ঘোষণা করা হয়েছে নানান অনুদান। কিন্তু এসব অনুদান সংগ্রহ করার জন্য আবার একটি নির্দিষ্ট জায়গায় জমায়েত করতে হচ্ছে অনেক মানুষের। যা কি না একদমই সঠিক মনে হচ্ছে না জাতীয় ক্রিকেট দলের ডানহাতি পেসার রুবেল হোসেনের। তিনি প্রশ্ন তুলেছেন, এই অনুদান ও ত্রাণ বিতরণের ব্যবস্থা নিয়েই। রুবেলের মতে, ভোটের সময় ভোটার স্লিপ যদি ঘরে ঘরে পৌঁছে দেয়া যেতে পারে, তাহলে এখন কেন নয়? সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, সমালোচনা বাদ দিন। দেশ এখন সংকটময় মুহূর্তে। এই দেশ আপনার আমার সকলের। নিম্ন আয়ের মানুষদের ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে হবে। ভোটের সময় ভোটের স্লিপ যদি ঘরে ঘরে গিয়ে দিয়ে আসতে পারেন? তাহলে সরকারি অনুদান ঘরে ঘরে গিয়ে নয় কেন? দেশের যেকোন সংকটময় পরিস্থিতিতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব দেখা যায় রুবেলকে। করোনাভাইরাসের প্রভাব দেশে তীব্র আকার ধারণ করার আগে থেকেই সবাইকে সচেতনতার আহ্বান জানিয়ে আসছেন তিনি। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১০ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/34nk2LK
April 10, 2020 at 04:05AM
10 Apr 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top