নয়াদিল্লী, ১৯ এপ্রিল - লকডাউনের মেয়াদ বাড়িয়েও কোনো কাজ হচ্ছে না ভারতে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত পৌনে ১৫ হাজার আক্রান্ত দেশটিতে। মৃত্যু ঘটেছে ৪৮৮ জন ব্যক্তির। বিশ্বের অন্যতম জনবহুল দেশটিতে করোনাভাইরাস আরও মারাত্মক আকার ধারণ করতে পারে বলেই শঙ্কা প্রকাশ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো। এই মহামারি থেকে বাঁচতে ঘরে থাকা এবং সতর্কছাড়া কোনো উপায়ও নেই। এমন এক কঠিন সময়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে ভারতের ক্রিকেট দল ধরা দিল টিম মাস্ক ফোর্স হয়ে। যে দলের অংশ সাবেক ও বর্তমান ভারতীয় ক্রিকেট দলের ১০ জন ক্রিকেটার। রয়েছেন নারী ক্রিকেটাররাও। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইর পক্ষ থেকে শুক্রবার একটি ভিডিও প্রকাশ করা হয়। যে ভিডিওতে দেখা যাচ্ছে দেশবাসীকে কঠিন সময়ে ঘরে তৈরি মাস্ক ব্যবহার করতে বলছেন ভারতীয় ক্রিকেট তারকারা। এর মাধ্যমেই ১৩০ কোটি ভারতবাসিকে মাস্ক ফোর্সের অংশ হতে বলেছেন তারকা ক্রিকেটাররা। ভিডিওতে রয়েছেন বিরাট কোহলি, সৌরভ গাঙ্গুলি, রোহিত শর্মা, হরভজন সিং, বিরেন্দর শেবাগ, স্মৃতি মন্ধনা, হরমনপ্রিত কউর, মিতালি রাজ, রাহুল দ্রাবিড় এবং শচিন টেন্ডুলকার। ভিডিওতে ভারতের মানুষকে বার্তা দিয়ে ক্রিকেটাররা বলেন, ভারতীয় দলের অংশ হওয়া একটা গর্বের ব্যাপার; কিন্তু আজ তার চেয়েও বড় একটা দল তৈরি হতে চলেছে। যার নাম টিম মাস্ক ফোর্স। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে তৈরি করছেন একাধিক টাস্ক ফোর্স। আমাদেরও ঠিক তেমনই ঘরে ঘরে তৈরি করতে হবে একটা করে মাস্ক ফোর্স। এই মাস্ক ফোর্সের শরিক হওয়া খুবই সহজ ব্যাপার। কেবল ঘরে বসে প্রত্যেককে নিজের জন্য বানাতে হবে একটা করে মাস্ক। আর ঘরের বাইরে পা রাখলে অবশ্যই সেটা দিয়ে মুখ ঢাকতে হবে। একইসঙ্গে সাবান দিয়ে ঘন ঘন হাত ধোয়ার পক্ষেও ভিডিওতে কথা বললেন লিটল মাস্টার শচিন। ভিডিওতে অংশগ্রহণ করা প্রত্যেক ক্রিকেটারকেই নিজে হাতে তৈরি পছন্দের মাস্ক দিয়ে মুখ ঢাকতে দেখা যায়। কিভাবে ঘরে বসে তৈরি করবেন মাস্ক? তার উপায়ও বাতলে দেওয়া হয়েছে ভিডিওতে। ভারতীয় প্রধানমন্ত্রী দ্বিতীয় দফার লকডাউন ঘোষণা করার দিনে আরোগ্য সেতু নামে একটি এপসের কথা উল্লেখ করেছিলেন। সেই এপসেই মাস্ক বানানোর পদ্ধতি পেয়ে যাবে সবাই। উল্লেখ্য, গতমাসের শেষদিকে করোনা উৎকণ্ঠার মধ্যেই ভারতের ৪০ জন ক্রীড়াবিদদের সঙ্গে আলোচনায় বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা মোকাবিলায় মানুষকে সচেতন করতে ক্রীড়াবিদদের নানা উপায় অবলম্বন করার পরামর্শ দিয়েছিলেন মোদি। তার কথামতোই ভারতীয় ক্রিকেট দলের এই অভিনব প্রচেষ্টা বলে মনে করা হচ্ছে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৯ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3afjFEg
April 19, 2020 at 03:35AM
19 Apr 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top