নেইমার জুনিয়র যখন বার্সায় যোগ দিলেন, তখন আর্জেন্টিনা-ব্রাজিলের দারুণ এক সমন্বয় ঘটেছিল স্প্যানিশ ক্লাব বার্সেলোনায়। আর্জেন্টিনার সেরা তারকা লিওনেল মেসি আর ব্রাজিলের সেরা তারকা নেইমার- দুজন মিলে নেমেছিলেন বার্সাকে সেরা বানানোর মিশনে। কিন্তু বেশিদিন টেকেনি এই মিশন। চার মৌসুম বার্সায় খেলার পর ২০১৭-১৮ মৌসুমে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে চলে যান নেইমার। অথচ ভাবা হচ্ছিল, মেসির অবসরের নেইমারই হবেন বার্সার সর্বেসর্বা। ক্লাব ছেড়ে যাওয়ায় সে সম্ভাবনা অনেকাংশেই কমে গেছে নেইমারের। তবে এখন আবার গুঞ্জন শোনা যাচ্ছে, নতুন মৌসুমে নেইমারকে দলে ফেরাবে বার্সেলোনা। শুধু তাই নয়, ব্রাজিলের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার মাজিনহোর মতে, বার্সায় মেসির একমাত্র বিকল্প নেইমার। ২৮ বছর বয়সী নেইমারের বার্সায় ফিরে আসার গুঞ্জনে আরেকটু হাওয়া দিয়ে রেডিও মার্কার সঙ্গে আলাপে মাজিনহো বলেন, নেইমার ফিরে এলে বার্সেলোনার খুশিই হওয়া উচিৎ। সে মেসির সহজাত বিকল্প। মেসির জায়গা নেয়ার মত আর কেউ নেই। শুধু মাজিনহো একাই নন, ব্রাজিলের আরেক বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার রিভালদোও বলেছিলেন, নেইমারের উচিৎ এখনই বার্সায় ফিরে আসা। কারণ বয়স মাত্র ২৮ হওয়ায়, সামনের ক্যারিয়ারে অনেক কিছু করার সুযোগ রয়েছে নেইমারের সামনে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১০ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2JVPFCw
April 10, 2020 at 06:17AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন