মুম্বাই, ০৩ এপ্রিল - নয় বছর আগে এই দিনেই বিশ্বকাপ জিতেছিল ভারত। ভারতের সেই বিশ্বজয়ের স্মৃতি আওড়াতে গিয়ে জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো সামাজিক যোগাযোগমাধ্যমে একটি টুইট করে। ওই টুইট দেখে যেন গায়ে আগুন ধরে যায় গৌতম গম্ভীরের। কি ছিল সেই টুইটে? ভারতের বিশ্বকাপ জয়ের কথা উল্লেখ করে ক্রিকইনফো টুইট করেছিল, ২০১১ সালের আজকের দিনে একটা শট লক্ষ লক্ষ মানুষকে উচ্ছ্বসিত করেছিল। ছবিটা ছিল মহেন্দ্র সিং ধোনির ছক্কা মারার, যে ছক্কার পরই নিশ্চিত হয় ভারতের বিশ্বকাপ। কিন্তু গম্ভীর ক্রিকেট ওয়েবসাইটের এই টুইটটা ভালোভাবে নেননি। ক্রিকইনফোকে উল্লেখ করে ভারতের সাবেক বাঁহাতি ওপেনার পাল্টা টুইট করেন, ২০১১ বিশ্বকাপ জেতার পেছনে গোটা দেশ, ভারতীয় দল এবং সাপোর্ট স্টাফের ভূমিকা ছিল। একটা ছক্কা তোমাদের আচ্ছন্ন করে রেখেছে। Just a reminder @ESPNcricinfo: #worldcup2011 was won by entire India, entire Indian team all support staff. High time you hit your obsession for a SIX. pic.twitter.com/WPRPQdfJrV Gautam Gambhir (@GautamGambhir) April 2, 2020 বিশ্বকাপের সেই ফাইনালে লঙ্কান বোলার নুয়ান কুলাসেকারাকে ওয়াংখেড়ের গ্যালারিতে ফেলে ভারতকে জয় এনে দেন অধিনায়ক ধোনি। সেই ছক্কাটা ভারতীয় ক্রিকেটের অন্যতম আইকনিক শট হয়েই ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে। কিন্তু ধোনির এমন প্রশংসা দেখে মেনে নিতে পারেননি গম্ভীর। ওই ফাইনালে তো তিনিও বড় অবদান রেখেছিলেন, ৯৭ করেছিলেন। ধোনি অপরাজিত ৯১ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেও গম্ভীরের অবদান অস্বীকার করা যাবে না। গম্ভীরের অবদান হয়তো ভুলে যাননি ভারতীয় সমর্থকরা। তবে ধোনির প্রশংসা শুনে তার এমন তেলেবেগুনে জ্বলে ওঠার বিষয়টিও অনেক সমর্থক ভালোভাবে দেখছেন না। অনেকেই মনে করছেন, ধোনির সঙ্গে যে তার সম্পর্কটা ভালো ছিল না, আরও একবার প্রমাণ করলেন সাবেক এই ওপেনার। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৩ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/344uhEq
April 03, 2020 at 04:36AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top