আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে কার্যত বাতিলই হয়ে গেল নেইমার-এমবাপ্পেদের ফরাসি লিগ ওয়ান। ফ্রান্সের প্রধানমন্ত্রী এদোয়ার্দ ফিলিপে মঙ্গলবার ঘোষণা দিয়েছেন, সেপ্টেম্বরের আগে দেশটিতে কোনো ক্রীড়া ইভেন্ট মাঠে গড়ানোর অনুমতি দেয়া হবে না। অন্যদিকে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা জানিয়েছে, ২ আগস্টের মধ্যে চলতি লিগ শেষ করতে হবে। যেহেতু এই সময়ের মধ্যে আর খেলা মাঠে গড়াবে না, তাই ২০১৯-২০ মৌসুমের লিগ ওয়ান বাতিল হয়ে গেল ঘোষণা ছাড়াই। লিগ টুয়েরও একই পরিণতি হবে। যেহেতু আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তাই এবারের মৌসুমে লিগ ওয়ান চ্যাম্পিয়ন কে হবে জানা যায়নি। তবে নেইমার-এমবাপ্পেদের ক্লাব পিএসজিকেই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করার সম্ভাবনা বেশি। কারণ লিগে দ্বিতীয় অবস্থানে থাকা মার্সেইয়ের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে রয়েছে পিএসজি। এবার জিতলে টানা তৃতীয়বারের মতো লিগ ওয়ানের শিরোপা জিতবে দলটি। করোনার এই তাণ্ডবে যে দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ, তার মধ্যে ফ্রান্স অন্যতম। এখন পর্যন্ত দেশটিতে ২৩ হাজারের বেশি মানুষ মৃত্যুবরণ করেছে এই ভাইরাসে। আক্রান্ত ছাড়িয়েছে ১ লাখ ৬৫ হাজার। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৯ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2YjBjEv
April 29, 2020 at 04:52AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top