ঢাকা, ২৬ এপ্রিল - তর্কসাপেক্ষে দেশের ইতিহাসের সেরা ওপেনার। মাঝে কিছুদিন ফর্ম হারিয়ে সমালোচনায় পড়েছিলেন। কেউ কেউ তো তামিম ইকবালের শেষও দেখে ফেলেছিলেন। তামিম জবাবটা দিয়েছেন ব্যাটেই। রাজকীয়ভাবে ফর্মে ফিরেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে তিন মাচের মধ্যে দুটিতেই সেঞ্চুরি হাঁকান বাঁহাতি এই ওপেনার। প্রথম ওয়ানডেতে অবশ্য ২৪ রানেই সাজঘরে ফিরেছিলেন। তখনও তাকে নিয়ে সমালোচনা চলছে। টাইগারদের ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জির কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন, তামিমের অফফর্ম নিয়ে চিন্তিত কি না? জবাবে ম্যাকেঞ্জি বেশ আত্মবিশ্বাসের সুরে বলেছিলেন- ছন্দে ফেরার পথে তামিম মাত্র দুই বাউন্ডারি দূরে দাঁড়িয়ে। কোচের এমন আস্থার প্রতিদান দিতে সময় নেননি তামিম। দ্বিতীয় ওয়ানডেতেই নিজের রেকর্ড ১৫৪ রানের ইনিংসকে পেছনে ফেলে করেন ১৫৮ রান। তৃতীয় ওয়ানডেতে ফের ১২৬ রানের চোখ ধাঁধানো এক ইনিংস। ম্যাকেঞ্জি আসলে কী বলেছিলেন তামিমকে? কিভাবে সত্যিই কোচের কথাকে বাস্তব রূপ দিয়েছিলেন ড্যাশিং এই ওপেনার? টাইগার ব্যাটিং কোচ শোনালেন অবাক করা তথ্য। তামিমকে নাকি তেমন কিছুই বলেননি তিনি। বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়কের প্রশংসা করে ম্যাকেঞ্জি বলেন, তামিম অভিজ্ঞ খেলোয়াড়, সে বাংলাদেশের হয়ে অনেক রেকর্ড ভাঙবে। এমনিতে তার মতো প্রতিভাধর ও অভিজ্ঞ খেলোয়াড়ের বেলায় আপনি শুধু চাইবেন তার খেলাটা বুঝতে। আর আপনার সাথে যেন সে খোলাখুলি থাকে। তবে সে অধিকারটা আপনাকে আদায় করতে হবে। পারফর্ম করার জন্য সে নিজেই নিজেকে অনেক চাপে রাখে। সে সবসময়ই ভালো করতে চায়। তামিমের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের বেলায় এই বাড়তি দায়িত্ব নেয়ার চেষ্টাটা অতি সাবধানি করে দিতে পারে বলেই সমস্যা হয়, মনে করেন ম্যাকেঞ্জি। দক্ষিণ আফ্রিকান এই ব্যাটিং কোচ বলেন, মাঝেমধ্যে সেটা (দায়িত্ববোধ) আপনাকে অতি সতর্ক করে দিতে পারে। আমরা জানি সে কতটা ভালো খেলোয়াড়। সব কোচই চায় দলে খেলোয়াড়দের তাদের ভূমিকা সম্পর্কে পরিষ্কার বার্তা দিতে। যাতে করে তারা বুঝতে পারে তাদের কি করতে হবে। আর সেটা বুঝলে দায়িত্ব আর ভাবনা চলেই আসে। খেলোয়াড় এবং কোচদের মধ্যে এই যোগাযোগটা থাকতে হয়। উভয়পক্ষ থেকেই সম্মানের ব্যাপারটা থাকে। সূত্র : জাগো নিউজ এন এইচ২৬ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3cFxaie
April 26, 2020 at 05:09AM
26 Apr 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top