এই তো চলতি মাসের শুরুতেই ব্রাজিলের সাবেক ফুটবলার কাকা সেরা খেলোয়াড়ের প্রশ্নে ক্রিশ্চিয়ানো রোনালদোর ওপরে বেছে নিয়েছিলেন লিওনেল মেসিকে। রোনালদোকে সঙ্গে একসঙ্গে খেলেছেন জানিয়েও তিনি সেরার ভোট দিয়েছিলেন মেসিকেই। এবার যেন তারই দেখানো পথে হাঁটলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ফুটবলার ডেভিড ব্যাকহাম। তিনিও সেরা হিসেবে বেছে নিয়েছেন মেসিকে। জানিয়েছেন আর্জেন্টাইন ক্ষুদে জাদুকরের সমপর্যায়ে যেতে পারেনি আর কোনও ফুটবলার। কাকার মতোই রোনালদোর সঙ্গে একই দলে খেলার অভিজ্ঞতা রয়েছে ব্যাকহামের। তাও শুধু এক ক্লাবে নয়। ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদ- দুই ক্লাবেই রোনালদোর সতীর্থ ছিলেন ব্যাকহাম। তবে কখনও মেসির সঙ্গে এক দলে খেলা হয়নি তার। তবু ব্যাকহামের চোখে সেরা মেসিই। তিনি বলেন, খেলোয়াড় হিসেবে নিজের পর্যায়ে মেসিই একমাত্র। তার সমমানের আরেক ফুটবলার পাওয়া অসম্ভব। খেলোয়াড় হিসেবে তার মতো কেউ নেই। সে (মেসি), তারপরে রোনালদো যে কি না মেসির পর্যায়ে যেতে পারেনি এবং এরপরে বাকিরা। মেসির ভূয়সী প্রশংসা করে তিনি আরও বলেন, তাদের (মেসি-রোনালদো) খেলার ধরন এবং প্রতিভায় হয়তো কিছু মিল থাকতেও পারে। এ দুজনকে একসঙ্গে খেলতে দেখা ফুটবল বিশ্বের জন্যই আনন্দের। তবে কোন সন্দেহ নেই, মেসিই বিশ্বের সেরা খেলোয়াড়। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২০ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3eCULBK
April 20, 2020 at 03:03AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top